বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ নভেম্বর, ২০২০ ০৯:২৮

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র প্রথম মৃত্যু দেখে গত ২৯ ফেব্রুয়ারি। সেখান থেকে প্রাণহানির সংখ্যা আড়াই লাখে পৌঁছাতে সময় লাগল সাড়ে প্রায় নয় মাস।

সবশেষ চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১৭’শ মানুষের মৃত্যু হয়েছে। তাতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়াল আড়াই লাখ।

করোনা সংক্রান্ত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব তুলে ধরে এ খবর দেয় বিবিসি ও সিএনএন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র প্রথম মৃত্যু দেখে গত ২৯ ফেব্রুয়ারি। সেখান থেকে প্রাণহানির সংখ্যা আড়াই লাখে পৌঁছাতে সময় লাগল সাড়ে প্রায় নয় মাস।

সিএনএনের খবরে হয়, সবশেষ এক দিনে যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিতদের মধ্যে ১ হাজার ৭০৭ জনের মৃত্যু হয়, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ২৯ জন।

এদিন দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ১৫ লাখ।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতে অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।

হপকিন্সের তালিকায় দেখা যাচ্ছে, মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল, ১ লাখ ৬৭ হাজার ৪৫৫ জন।

এক লাখ ৩০ হাজার ছাড়ানোর মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে আছে ভারত।

চতুর্থস্থানে থাকা মেক্সিকোতে মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই। ৫৩ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে আছে যুক্তরাজ্য।

অনেক আগে থেকেই করোনা মহামারি যুক্তরাষ্ট্রে মারাত্মক রূপ ধারণ করলেও এই ভাইরাসের ভয়াবহতা সবসময় খাটো করেই দেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মাঝে দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কিছুটা কমেছিল। ৩ নভেম্বরের নির্বাচনের পর পরিস্থিতি ফের ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে প্রতিদিনই নতুন করে দেড় লাখ নতুন করোনারোগী যোগ হচ্ছে, প্রাণ হারাচ্ছে এক হাজারের বেশি মানুষ।

পরিস্থিতি সামাল দিতে না পেরে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ চলতি সপ্তাহ থেকে আবারও সরকারি স্কুলগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার ও রেস্টুরেন্টগুলোতে ফের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর