সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠেয় জি২০ সম্মেলন বর্জনে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন নিহত সাংবাদিক জামাল খাশোগজির বাগদত্তা হেতিজা জেঙ্গিস।
স্থানীয় সময় সোমবার সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের নজরদারি ও সেন্সরশিপবিষয়ক চার দিনব্যাপী অনুষ্ঠানে জেঙ্গিস এ আহ্বান জানান বলে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জেঙ্গিস বলেন, খাশোগজি হত্যা নিয়ে সাংবাদিকদের বোঝাপড়া সৌদি রাজতন্ত্রের অন্য অপরাধ উন্মোচন করেছে। এর মধ্যে নারী অধিকারকর্মীদের প্রতি ভয়াবহ আচরণ অন্যতম।
তিনি বলেন, ‘জামালের ঘটনা এখনও গুরুত্বপূর্ণ। কারণ সাংবাদিক হিসেবে আপনারা ও ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আমি জামাল হত্যাকাণ্ডের পর হাল ছেড়ে দিইনি।’
খাশোগজি সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। পরে রাজ পরিবারের সমালোচনা করায় দুই বছর আগে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়।
অনুষ্ঠানে জেঙ্গিস বলেন, ‘জামাল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে সজাগ অবস্থান আমরা সৃষ্টি করেছি, তা সৌদি আরবের ওপর চাপ বাড়িয়েছে।
‘আমি বিশ্বাস করি, মানুষের চলমান চাপ জামাল হত্যায় জড়িতদের শাস্তি দিতে ও কারাবন্দিদের মুক্ত করতে বলিষ্ঠ প্রভাব রাখছে।’
জেঙ্গিস উল্লেখ করেন, ২১ নভেম্বর অনুষ্ঠেয় জি২০ সম্মেলন আয়োজনে সৌদি আরবকে সম্মতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় আদতে রাজতন্ত্রকে তার অপরাধ আড়াল করতে এবং শাসনব্যবস্থা সংস্কার করছে এমনভাবে উপস্থাপন করতে সহায়তা করছে।
তিনি বলেন, ‘সৌদি আরবের আয়োজনে জি২০ সম্মেলন এই বার্তা দিচ্ছে যে, স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখবে মানুষ, যেন কিছুই হয়নি।’
বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির দেশের বার্ষিক বৈঠক জি২০ সম্মেলনে এ বছর নানা উচ্চাভিলাষী আধুনিক প্রকল্প দেখানোর পরিকল্পনা করেছিলেন সৌদি যুবরাজ এমবিএস। কিন্তু করোনাভাইরাসের কারণে সম্মেলনটি ভার্চুয়ালি করা হচ্ছে।