সম্পর্ক স্বাভাবিকের ঘোষণার পর প্রথমবারের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, বুধবার জেরুজালেম সফরে যাবেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ বিন রশিদ আল-জায়ানি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
নিজেদের মধ্যে যত দ্রুত সম্ভব বিমানের সরাসরি ফ্লাইট চালু করার কথা ভাবছে ইসরায়েল। তবে আল-জায়ানির সফরের সময় বিমান চলাচল বা অন্য কোনো ইস্যুতে চুক্তি স্বাক্ষরিত হবে কি না, তা জানা যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্থতায় গত মাসে ইসরায়েলের সঙ্গে স্বম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় বাহরাইন।
উপসাগরীয় দেশ দুটির দিন কয়েক পর তৃতীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় সম্মতি জানায় আফ্রিকার আরব দেশ সুদান।
এসব চুক্তিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বলে উল্লেখ করলেও কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন, ইরান ও তুরস্ক।