বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতা স্মরণ মোদির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২০ ১৪:২৯

বাংলাদেশের ওপর চালানো পাকিস্তানের নির্যাতনের কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশি নাগরিকদের ওপর অত্যাচার, হত্যাকাণ্ড চালিয়েছিল। নারী ও শিশুদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল।’

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বর্বরতার কথা স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ওই সময়ে পাকিস্তানি বাহিনী বাংলাদেশি নাগরিকদের ওপর নির্বিচারে নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছিল।

রাজস্থানের জয়সালমির সীমান্তের লঙ্গেওয়ালা চৌকিতে ভারতীয় সেনাদের সঙ্গে শনিবার দীপাবলি উদযাপন করার সময় এসব কথা বলেন মোদি।

বাংলাদেশের ওপর চালানো পাকিস্তানের নির্যাতনের কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশি নাগরিকদের ওপর অত্যাচার, হত্যাকাণ্ড চালিয়েছিল। নারী ও শিশুদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল।

‘ভারতের সেনাদের মাধ্যমে পাকিস্তানি সেনাদের এসব কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাকিস্তানের ঘৃণ্য চেহারা বিশ্বের সামনে উন্মোচিত হয়। কিন্তু বিশ্বকে বিভ্রান্ত করতে তারা আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে। আমাদের সেনারা তাদের উপযুক্ত জবাব দেয়।’

বক্তব্যে ভারতীয় বাহিনীর শক্তিমত্তা তুলে ধরেন মোদি। কাশ্মির সীমান্তে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, ‘নিজেদের সীমান্ত রক্ষা করার মতো সামরিক ও রাজনৈতিক শক্তির প্রমাণ দিয়েছে ভারত। সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করা দেশগুলোসহ গোটা বিশ্ব দেখেছে, ভারতীয় বাহিনী সন্ত্রাসবাদী ও তাদের নেতাদের তাদের দেশে ঢুকে হত্যা করে আসতে পারে।’

অনুষ্ঠানে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, সেনাবাহিনী প্রধান এমএম নারাভানে ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানা এ সময় উপস্থিত ছিলেন।

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, ‘আপনারা যতক্ষণ সীমান্তে, ততক্ষণ এ দেশে দীপাবলি পুরোদমে উদযাপন অব্যাহত থাকবে।’

এ বিভাগের আরো খবর