যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। রোববার পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতধর দেশটিতে মোট সংক্রমিত লোকের সংখ্যা ১ কোটি ১১ লাখ ছাড়ায় বলে নিজস্ব হিসাব তুলে ধরেছে রয়টার্স।
বার্তা সংস্থাটির ডাটায় দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি স্পর্শ করে ৮ নভেম্বর। সেখান থেকে নতুন করে ১০ লাখ মানুষ সংক্রমিত হলো মাত্র আট দিনে।
যুক্তরাষ্ট্রে করোনা হানা দেয়ার পর প্রতি ১০ লাখের হিসাবে এটা দ্রুততম সংক্রমণ। এর আগে ৯০ লাখ থেকে আক্রান্তের সংখ্যা ১ কোটিতে পৌঁছাতে সময় লাগে ১০ দিন; ৮০ লাখ থেকে ৯০ লাখে পৌঁছাতে সময় লাগে ১৬ দিন।
করোনার সংক্রমণ পরিস্থিতি সামাল দেয়ায় এখন পর্যন্ত সাফল্যের পরিচয় দিতে পারেনি যুক্তরাষ্ট্র। শনাক্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে দেশটি।
প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তীকালে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। গত টানা ১১ দিন ১ লাখের বেশি করে শনাক্ত দেখেছে দেশটি।
সবশেষ সাত দিনের চিত্র আরও ভয়াবহ। এ সময়ে গড়ে প্রতিদিন ১ লাখ ৪৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে; মৃত্যু ১ হাজার ১২০ জন।
করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত টেক্সাস ও ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্য দুটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ২১ লাখ, যা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যার ১৯ শতাংশ।
বিশ্বজুড়েও করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বাড়ার ধারা অব্যাহত আছে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৮ লাখ; মৃতের সংখ্যা ১৩ কোটি ২৪ লাখ।