প্রলয়ংকরী টাইফুন ভ্যামকোর আঘাতে ফিলিপাইনে লাশের সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে এবং ১২ জনকে এখনও নিখোঁজ বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ভ্যামকোর প্রভাবে ফিলিপাইনের বৃহত্তম দ্বীপাঞ্চল লুজন, রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন এলাকাসহ বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কাগাইয়ান উপত্যকা পরিদর্শনে যাওয়ার কথা প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিম্বাল জানান, নিহতদের মধ্যে ২২ জন কাগাইয়ান এলাকার, ১৭ জন দক্ষিণাঞ্চল লুজন রাজ্যের, ম্যানিলা মেট্রোপলিটনে নিহত হয়েছেন আট জন, অন্যান্য অঞ্চলে মৃত্যু হয়েছে ২০ জনের। আহত ২১ জন।
একটি দাতা সংস্থা ও সংবাদমাধ্যম জানিয়েছে, ১২ লাখ মানুষের এলাকা কাগাইয়ান পানিতে প্লাবিত হয়ে আছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রস জানায়, দুর্যোগ কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র টিমবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাইফুন ভ্যামকোর প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতির পরিমাণ ১২০ কোটি পেসো। এ ছাড়া প্রায় ২৬ হাজার ঘরবাড়িসহ অনেক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।