বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেবার পার্টিতে বিদ্বেষের শিকার মুসলমানরা: জরিপ

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ১১:১৯

জরিপে অংশ নেয়া ব্যক্তিরা জানান, দলের ভেতরেই মুসলমানদের ‘সন্ত্রাসী’ ও ‘বহিরাগত’ হিসেবে দেখা হচ্ছে। মুসলমানরা ‘সবকিছু দখল করতে এসেছে’ এমন অভিযোগও করা হচ্ছে।

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টিতে মুসলমান কর্মী-সমর্থকরা বিদ্বেষের শিকার হচ্ছেন বলে এক জরিপে ওঠে এসেছে।

দলটির প্রতি চার মুসলমান সদস্য ও সমর্থকদের মধ্যে একজন বিদ্বেষের শিকার হন বলে জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বছরের জুলাই ও আগস্ট মাসে লেবার পার্টির মুসলমান সদস্য ও সমর্থকদের মধ্যে জরিপটি চালায় ‘দ্য লেবার মুসলিম নেটওয়ার্ক’ নামের একটি সংগঠন।

জরিপে ৪২২ জনের সাক্ষাৎকার নেয়া হয়। 

এতে অংশ নেয়া ব্যক্তিরা জানান, দলের ভেতরেই মুসলমানদের ‘সন্ত্রাসী’ ও ‘বহিরাগত’ হিসেবে দেখা হচ্ছে। মুসলমানরা ‘সবকিছু দখল করতে এসেছে’ এমন অভিযোগও করা হচ্ছে। তাদের এমন সহিংসতার নিন্দা করতে বলা হচ্ছে, যার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতাই নেই।

জরিপে অংশ নেয়া শতকরা ৪৪ জন জানিয়েছেন, দলের ভেতর ইসলাম বিদ্বেষের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় না। শতকরা ৫৫ জন মনে করেন, মুসলমান বিরোধী প্রচারণা মোকাবিলায় সমর্থ নয় লেবার পার্টি।

২০০১ সালে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’, কাশ্মীর ইস্যুতে নীতি পরিবর্তন, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিষয়ে লেবার পার্টির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন অংশগ্রহণকারীরা।

ব্রিটিশ সরকারের ‘চরমপন্থা’ প্রতিরোধের কথিত উদ্যোগে লেবার পার্টির যুক্ত হওয়ারও সমালোচনা করেন তারা। 

২০১৭ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ মুসলমান লেবার পার্টিকে ভোট দিয়েছিলেন।

সম্প্রতি ‘ইহুদি বিরোধিতার’ অভিযোগে লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনকে দল থেকে বহিষ্কার করা হয়।

যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষ বাড়ছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত এক বছরে দেশটিতে ধর্মীয় বিদ্বেষ সংক্রান্ত ৬ হাজার ৮২২টি অপরাধ রেকর্ড করা হয়েছে। এর অর্ধেকের লক্ষ্যবস্তু ছিলেন মুসলমানরা।

যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষ উসকে দেয়ার অভিযোগ রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিরুদ্ধেও।

এ বিভাগের আরো খবর