বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারত সম্প্রসারণবাদ বরদাস্ত করবে না: মোদি

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ০০:০৯

শুক্রবার সীমান্তে পাক সেনার হামলায় নিহত হয়েছে ১৪ ভারতীয়। পরের দিন জওয়ানদের মাঝে গিয়ে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, ছেড়ে কথা বলবে না ভারত।

দীপাবলিতে জয়সলমিরে লঙ্গেওয়ালা পোস্টে সেনাদের মাঝে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘যারা অন্যের এলাকা দখল করার চেষ্টা করে, তারা বিকৃত মানসিকতার। সম্প্রসারণবাদ আগে ছিল। বর্তমানে যারা এই কাজ করছে, তারা অষ্টাদশ শতকের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে। ভারত এই কাজ কখনই বরদাস্ত করবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনো শক্তি ভারতীয় সেনাদের দেশের সীমান্ত রক্ষার কাজ থেকে টলাতে পারবে না। সন্ত্রাসে মদদদানকারী দেশগুলিসহ গোটা বিশ্ব দেখেছে, প্রয়োজনে অন্য দেশে প্রবেশ করেও সন্ত্রাসবাদীদের খতম করতে পারে ভারতীয় সেনা। এর পিছনে রয়েছে পূর্ণ রাজনৈতিক সমর্থন। দেশের সেনা বাহিনীর জন্য আমরা গর্বিত।’

শুক্রবারই সীমান্তে পাক সেনার হামলায় নিহত হয় ১৪ ভারতী। তার মধ্যে জওয়ান রয়েছেন, রয়েছেন সাধারণ মানুষও। তার পরের দিনই জওয়ানদের মাঝে গিয়ে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, ছেড়ে কথা বলবে না ভারতও। এছাড়া চীনের সঙ্গে চলছে সীমান্ত বিবাদ।

এই আবহে নরেন্দ্র মোদির এই হুঁশিয়ারি যথেষ্ট বার্তাবহ বলেই মনে করছে কূটনৈতিক মহল।  

শনিবার সেনাবাহিনীর সদস্যদের জন্য দীপাবলি উপলক্ষে মিষ্টি উপহার দেন মোদি। প্রধানমন্ত্রীর কথায়, ‘প্রত্যেক দেশবাসীর হয়ে আপনাদের  কাছে আমি দীপাবলির শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছি। আপনারা বরফে প্রবল ঠান্ডা বা মরুভূমির তীব্র গরমে কর্মে অবিচল থাকেন। কিন্তু আপনাদের সঙ্গে দীপাবলির দিন কাটাতে না পারলে আমার উৎসব সম্পন্ন হয় না। আপনাদের আনন্দ আমার উৎসবের খুশি দ্বিগুণ করে দেয়।’ 

তিনি বলেন, ‘একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। কিন্তু এতো কিছুর মধ্যেও লঙ্গেওয়ালার নাম সারা দেশের মানুষের মুখে মুখে। লঙ্গেওয়ালার লড়াইয়ের ইতিহাস প্রত্যেক ভারতীয়ের স্মৃতিতে উজ্জ্বল।’

মোদি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিম সীমান্তে পাক-ভারত লড়াইয়ের প্রসঙ্গে এ কথা বলেন। পরের বছরই সেই ঐতিহাসিক ঘটনার ৫০ বছর পূর্ণ হবে।   

এই নিয়ে সাত বছর ধরে দীপাবলিতে জয়সলমিরে সেনাদের মাঝেই কাটাচ্ছেন মোদি।

ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বলতে গিয়ে মোদি বলেছেন, ‘দেশ প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমশ পোক্ত হচ্ছে। আমরা দেশিও অস্ত্র কোম্পানির দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিরক্ষা ক্ষেত্রে এই সিদ্ধান্তের ফলে ১৩০ কোটি ভারতীয়কে ভোকাল ফর লোকালের পক্ষে অনুপ্রাণিত করা গিয়েছে।’ দিনের শুরুতেই এদিন দীপাবলি উপলক্ষে টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা। এই উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুক। প্রত্যেকে সুস্থ থাকুন।’

এ বিভাগের আরো খবর