বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিলিপাইনে টাইফুনে অন্তত ৪২ জনের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ নভেম্বর, ২০২০ ০৯:৫৫

এ নিয়ে চলতি বছর ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে গেল ২১টি ঘূর্ণিঝড়। প্রবল শক্তিশালী টাইফুন ‘গনি’ আঘাত হানার এক সপ্তাহ পরই এলো ভ্যামকো।

প্রয়ংকরী এক টাইফুনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফিলিপাইনে।

দেশটির পুলিশ জানিয়েছে, ‘ভ্যামকো’ নামের এই টাইফুনে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে; নিখোঁজ আরও ২০ জন।

ভ্যামকোর প্রভাবে ফিলিপাইনের বৃহত্তম দ্বীপাঞ্চল লুজনে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে; ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেক মানুষ।

বন্যা কবলিত এলাকার অসংখ্য মানুষ রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন।

টাইফুন ভ্যামকো স্থানীয়দের মধ্যে পরিচিতি পেয়েছে ‘ইউলিসিস’ নামে।

এ নিয়ে চলতি বছর ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে গেল ২১টি ঘূর্ণিঝড়। প্রবল শক্তিশালী টাইফুন ‘গনি’ আঘাত হানার এক সপ্তাহ পরই এলো ভ্যামকো।

ভ্যামকো স্থানীয় সময় বুধবার আঘাত হানলেও পরের দিন সকাল পর্যন্ত এর প্রভাব ছিল। এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে অনেক এলাকা প্লাবিত হয়েছে।

পুলিশ অফিসার ও অন্য উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তাদের দাবি, জরুরি অবস্থার সংকেত পেয়েও অনেকে গৃহ ত্যাগ করার নির্দেশ অমান্য করেছিলেন।

ভ্যামকোর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ম্যানিলার পূর্বের এলাকা মারিকিনা সিটির। শহরটির মেয়র মার্সেলিনো তওদোরো বলেন, ‘বন্যার উচ্চতা ঘরবাড়ির নিচ তলা ছাড়িয়ে গেছে।

‘আমরা এ ধরনের বন্যা অনেক মাস বা বছর ধরে দেখিনি। এমন বন্যায় আমরা সবাই বিস্মিত।’

এ বিভাগের আরো খবর