বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁচানো গেল না জোসেফকে

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ১২:৩৩

বুধবার লিবিয়া উপকূলে রাবারের তৈরি একটি ডিঙি নৌকা ডুবে যাচ্ছিল। ওই সময় প্রোঅ্যাক্টিভ অপেন আর্মস ১১১ যাত্রীকে উদ্ধার করে। তাদের মধ্যে জোসেফও ছিল।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের কয়েক ঘণ্টা পর জোসেফ নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার স্পেনের শরণার্থী উদ্ধার সংস্থা ‘প্রোঅ্যাক্টিভ অপেন আর্মস’ এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার লিবিয়া উপকূলে রাবারের তৈরি একটি ডিঙি নৌকা ডুবে যাচ্ছিল। ওই সময় প্রোঅ্যাক্টিভ অপেন আর্মস ১১১ যাত্রীকে উদ্ধার করে। তাদের মধ্যে গিনির জোসেফও ছিল। কিন্তু উদ্ধারের কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়। 

উদ্ধার অভিযানের এক ভিডিওতে দেখা যায়, জোসেফের মা উদ্ধারকর্মীদের চিৎকার করে বলছেন, ‘আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা হারিয়ে গেছে। তাকে খোঁজো, তাকে খোঁজো!’

প্রোঅ্যাক্টিভ অপেন আর্মসের মুখপাত্র জানান, উদ্ধারের পর জোসেফ, তার মা ও এক গর্ভবতী নারীকে ইতালির লেমপেদুসা দ্বীপে নিয়ে যায় দেশটির কোস্ট গার্ড।

স্পেনের বার্সেলোনা শহরের মেয়র আদা কোলাউ এক টুইটবার্তায় বলেন, ‘প্রতিটি জীবন মূল্যবান। শিশুটি আমার হতে পারত।’

নৌকাডুবির ঘটনায় ৭৪ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে। 

উদ্ধার হওয়া গুরুতর অসুস্থ তিন মাসের এক শিশু, তার মা ও ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে মাল্টায় পাঠানো হয়েছে।

বেশ কয়েক মাস ধরে লিবিয়া ও তিউনিসিয়া থেকে শরণার্থী ও অভিবাসীরা ছোট নৌকায় করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে এখন পর্যন্ত দেশটিতে ৩১ হাজার শরণার্থী নিবন্ধিত হয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৭৯৬ জনের মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরো খবর