যুক্তরাষ্ট্রে এক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় আবার রেকর্ড হয়েছে। এবার ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক লাখ ৫২ হাজারেরও বেশি রোগী।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে করোনা মহামারি ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর দিন অর্থাৎ ৪ নভেম্বর থেকে টানা প্রতিদিন এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুয়ায়ী, বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও রেকর্ড ছাড়িয়েছে। এ দিন ৬৭ হাজার ৯৬ জন হাসপাতালে ভর্তি হন। গত পাঁচ সপ্তাহের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ।
এদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গড়ে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ করোনায় মারা যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে গত সপ্তাহে ৭৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্তের ঘটনায় অঙ্গরাজ্যটির গভর্নর জে বি প্রিৎজকার নাগরিকদের ঘরে অবস্থানের বিষয়ে বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন।
মাস্ক পরা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ না মানায় তার অঙ্গরাজ্যের স্থানীয় কর্মকর্তাদের ধমক দেন প্রিৎজকার। তিনি বলেন, ‘আমাদের হাতে সময়ও বেশি নেই, বিকল্পও নেই।’
যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে করোনায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। পশ্চিমের অঙ্গরাজ্য আলাস্কা ও আইডাহো থেকে পূর্বের কানেক্টিকাট ও নিউ হ্যাম্পশায়ার পর্যন্ত ৩১টি অঙ্গরাজ্যে বুধবার পর্যন্ত ব্যাপক সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার ভারমন্ট, ইউটাহ, অরেগনসহ দশটি অঙ্গরাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে।
পেনসিলভেনিয়া, ইন্ডিয়ানা ও মিনেসোটা অঙ্গরাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ। বৃহস্পতিবার ওইসব অঙ্গরাজ্যে এক দিনে এক হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
ওহাইয়ো অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডেওয়াইন সতর্ক করে বলেন, হাসপাতালে রেকর্ডসংখ্যক রোগী ভর্তি হয়েছেন।
চলতি সপ্তাহে উইসকনসিন অঙ্গরাজ্যে তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।