বর্ষীয়ান রাজনীতিক রন ক্লেইনকে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ হিসেবে বাছাই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন।
স্থানীয় সময় বুধবার বাইডেনের অন্তর্বর্তী দল এ তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তী দলের এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘বিদ্যমান সংকট ও দেশকে আবার একত্রিত করার মুহূর্তে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ পদে ক্লেইনের মতো গভীর ও নানা ধরনের অভিজ্ঞতাসম্পন্ন এবং রাজনৈতিক পরিমণ্ডলে মানুষের সঙ্গে কাজ করার দক্ষতাসম্পন্ন ব্যক্তির প্রয়োজন আমার।’
বাইডেন তার ওপর আস্থা রাখায় ‘শ্রদ্ধাবনত’ বলে একই বিবৃতিতে জানান ক্লেইন।
তিনি বলেন, ‘দেশে পরিবর্তন আনা ও বিভক্তি নিরসনে বাইডেন ও তার মেধাবী দলের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করার চেষ্টা করব।’
১৯৮৯ থেকে ১৯৯২ মেয়াদে বাইডেন সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ছিলেন। সে সময় প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লেইন।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট বাইডেনের চিফ অফ স্টাফ ছিলেন ক্লেইন।
হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ পদে রাজনৈতিকভাবে নিয়োগ দেয়া হয়। সে জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন পড়ে না।