বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হংকংয়ের গণতন্ত্রপন্থিদের পদত্যাগ প্রহসন: চীন

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ১২:০৪

দফতরের এক মুখপাত্র জানান, হংকংয়ের আইনপ্রণেতাদের গণপদত্যাগ ‘প্রহসন’। এটি চীনের সরকার ও মৌলিক আইনের বিরুদ্ধে ‘প্রকাশ্য চ্যালেঞ্জ’।

বিশেষ প্রশাসনিক এলাকা হংকংয়ে গণতন্ত্রপন্থি আইনপ্রণেতাদের পদত্যাগকে ‘প্রহসন’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনের হংকং ও ম্যাকাউ বিষয়ক দফতর এ নিন্দা জানায়।

পদত্যাগের ঘটনা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইনপ্রণেতাদের ‘একগুঁয়ে প্রতিরোধ অবস্থান’ হিসেবে উল্লেখ করে দফতরটি।

দফতরের এক মুখপাত্র জানান, হংকংয়ের আইনপ্রণেতাদের গণপদত্যাগ ‘প্রহসন’। এটি চীনের সরকার ও মৌলিক আইনের বিরুদ্ধে ‘প্রকাশ্য চ্যালেঞ্জ’।

তিনি বলেন, ‘আমূল পরিবর্তনকে উসকানো ও বিদেশি শক্তির হস্তক্ষেপে আবেদনের ক্ষেত্রে ওই আইনপ্রণেতারা যদি তাদের পদত্যাগকে ঢাল হিসেবে ব্যবহার করেন, তাহলে তারা ভুল করছেন।’

বুধবার হংকংয়ের গণতন্ত্রপন্থি আইনপ্রণেতা আলভিন ইয়ুং, ডেনিস কেওক, কওক কা-কি ও কেনেথ রিয়াংকে অযোগ্য ঘোষণা করে আঞ্চলিক সরকার। এর প্রতিবাদে ওই দিন রাতেই গণতন্ত্রপন্থি বাকি ১৫ আইনপ্রণেতা পদত্যাগ করেন।

এর আগে হংকংয়ের গণতন্ত্রপন্থি ১৯ আইনপ্রণেতা তাদের মধ্যে এক জনকেও অযোগ্য ঘোষণা করা হলে গণপদত্যাগের হুমকি দেন।

হংকংয়ের নেতাদের চীনপন্থি কমিটি বাছাই করলেও আইনসভার অর্ধেক বা ৭০টি আসনে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হন আইনপ্রণেতারা।

বুধবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি একটি প্রস্তাব পাস করে।

এতে বলা হয়, হংকংয়ের স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে, চীনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করলে, শহরের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি বাহিনীর হস্তক্ষেপ চাইলে বা যেকোনোভাবে জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টি হওয়ার মতো কাজ করলে হংকং সরকার আইনপ্রণেতাদের অযোগ্য ঘোষণা করবে।

প্রস্তাবটি পাসের কয়েক মিনিট পরই হংকং কর্তৃপক্ষ ওই চার আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করে।

এ বিভাগের আরো খবর