বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা: ব্রাজিলে ফের শুরু চীনা টিকার ট্রায়াল

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ১০:৪৬

অ্যানভিসা বিবৃতিতে বলে, ‘টিকার ট্রায়াল ফের শুরুর বিষয়ে পর্যাপ্ত তথ্য আমাদের আছে। স্থগিতাদেশ সবসময় তদন্তাধীন বস্তুর গুণমান, নিরাপত্তা বা কার্যকারিতার ঘাটতি রয়েছে, তা বোঝায় না।’

করোনাভাইরাসের চীনা টিকা সিনোভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিতের দুই দিন পর তা আবার শুরু করার কথা জানিয়েছে ব্রাজিল।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা অ্যানভিসা এ তথ্য জানায়।

বিবৃতিতে অ্যানভিসা বলে, ‘টিকার ট্রায়াল ফের শুরুর বিষয়ে পর্যাপ্ত তথ্য আমাদের আছে। স্থগিতাদেশ সবসময় তদন্তাধীন বস্তুর গুণমান, নিরাপত্তা বা কার্যকারিতার ঘাটতি রয়েছে, তা বোঝায় না।’

সোমবার গুরুতর ক্ষতিকর প্রভাবের পরিপ্রেক্ষিতে সিনোভ্যাক টিকার ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করে ব্রাজিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো চীনের টিকার স্থগিতাদেশকে ‘বিজয়’ হিসেবে ঘোষণা দেন।

সিনোভ্যাক টিকা চীনের হওয়ায় দীর্ঘদিন ধরে এর সমালোচনা করে আসছেন বলসোনারো। তার দেশ এই টিকা কিনবে না বলেও জানান তিনি। সাও পাওলো ও জোয়া ডরিয়ার গভর্নরের সঙ্গে এ নিয়ে বিরোধও হয় তার।

ফের ট্রায়াল শুরুর বিষয়ে বলসোনারো এখনও কোনো মন্তব্য করেননি।

ব্রাজিলে করোনার ক্নিনিক্যাল ট্রায়াল পরিচালনার দায়িত্বে আছে দেশটির মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বুটানটান।

সোমবার সংস্থাটির প্রধান দিমাস কোভাস জানান, একটি মৃত্যুকে কেন্দ্র করে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

অ্যানভিসার স্থগিতাদেশে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘টিকার সঙ্গে ওই মৃত্যুর কোনো সম্পর্ক নেই।’

কোভাস বলেন, ‘এই মুহূর্তে ১০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক করোনার টিকা নিচ্ছেন। এ অবস্থায় মৃত্যু হতে পারে। টিকার ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করার সময় এটা নয়।’

এ বিভাগের আরো খবর