বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে বিজেপির শক্তি বাড়ছেই

  •    
  • ১১ নভেম্বর, ২০২০ ১৫:০৫

শুধু বিহার নয়, গোটা দেশেই কংগ্রেসের অবস্থা আরও দুর্বল হয়েছে। দেশের ১১ রাজ্যে ৫৮টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে কংগ্রেস পেয়েছে মাত্র ১১টি আসন। অন্যদিকে, বিজেপি একাই জিতেছে ৪০টি।

রাজনীতির নানান সমীকরণের পরেও বিজেপিতেই আস্থা রাখছেন বেশিরভাগ ভারতীয়। তাদের সমর্থন পেতে ব্যর্থ হচ্ছে ঐতিহ্যবাহী দল কংগ্রেস। বিহারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল এমন ইঙ্গিত দিচ্ছে।

বিহারের কংগ্রেসের জোট শরিক আরজেডি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সরকার গড়তে পারছে না। কংগ্রেসের হতাশজনক অবস্থানই এর কারণ। ফলে বিজেপি ও জেডিইউ-এরই সরকার হচ্ছে।

ভারতীয় রাজনীতিতে বামপন্থীদের শক্তি অনেকটাই কমলেও বিহারে তুলনামূলক ভালো করেছে তারা। মহাজোটের সরকার না হলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিহারে।

বিহারের বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রেও ধরাশায়ী হয়েছে কংগ্রেস। আসনটি জিতেছে বিজেপির শরিক জেডিইউ।

শুধু বিহার নয়, গোটা দেশেই কংগ্রেসের অবস্থা আরও দুর্বল হয়েছে। দেশের ১১ রাজ্যে ৫৮টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে কংগ্রেস পেয়েছে মাত্র ১১টি আসন। অন্যদিকে, বিজেপি একাই জিতেছে ৪০টি।

উপনির্বাচনে সবার নজর ছিলো মধ্য প্রদেশে। কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়া সদলবলে বিজেপিতে যোগ দেয়ায় সেখানে ২৮টি কেন্দ্রে উপনির্বাচন হয়। এর মধ্যে ১৯টিই জেতে বিজেপি। কংগ্রেস পায় মাত্র নয়টি।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের দাবি, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তারই সুফল পাচ্ছে দল। মানুষ উন্নয়নের নিরীখেই ভোট দিচ্ছেন।’

অন্যদিকে, বিহারে কংগ্রেসের জোট শরিক আরজেডি ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছে। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি অবশ্য আগেই বৈদ্যুতিক ভোট যন্ত্রকে ‘মোদি ভোট যন্ত্র’ বলে কটাক্ষ করেন।

সামনেই ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাডু ও পুডুচেরির ভোটের আগে বাড়তি অক্সিজেন পেল বিজেপি। একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় ভোটের আগে স্বস্তি পেলেন বাম নেতারাও।

এ বিভাগের আরো খবর