যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাস শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ এক হাজার ৯৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে এক হাজার ৫৩৫ জন।
এএফপির খবরে বলা হয়, এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ২৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৫৮৮ জন।
কোভিড ট্র্যাকিং প্রজেক্ট অনুযায়ী, এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই করোনায় এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এ সময় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে। সারা দেশে ৬০ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের সংক্রমণকে একবোরেই পাত্তা দেননি। তিনি বারবার মাস্ক পরা নিয়ে লোকদের উপহাস করেছেন এবং দাবি করেছেন যে, ভাইরাসটি নিজে থেকে চলে যাবে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয় মানতে এখনও নারাজ।
তবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন করোনার সংক্রমণ থেকে বিশ্বকে সুরক্ষিত রাখতে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন। এ সপ্তাহে তিনি বলেছেন, ভাইরাসটি ঠেকাতে মাস্ক পরা সবচেয়ে ভালো উপায়।
যুক্তরাষ্ট্রের ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োটেক গত সোমবার ঘোষণা দিয়েছে, তাদের তৈরি টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।