ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ)।
বুধবার ভোরে এনডিএকে জয়ী ঘোষণা করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক সপ্তাহ ধরে চলা তিক্ত নির্বাচনি প্রচারণা, তিন দফার ভোটাভুটি, ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গণনা ও নির্বাচনে কারচুপির অভিযোগ শেষে এনডিএ রাজ্যটিতে জয়ী হয়।
বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১২৫টিতে জিতে যায় এনডিএ। একক দল হিসেবে বিজেপি আসন পায় ৭৪টি।
এনডিএ জোটে নীতিশ কুমারের নেতৃত্বাধীন সংযুক্ত জনতা দল তথা জেডি (ইউ) পায় ৪৩টি আসন।
এনডিএর প্রতিপক্ষ তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। ৭৫টি আসন পেয়ে দলটি বিধানসভার একক বৃহত্তম দল হয়েছে।
প্রতিপক্ষ হেরে যাওয়ায় বিরোধী দল কংগ্রেসকে দায়ী করছে অনেকে। দলটি ৭০টি আসনে লড়াই করলেও জিতেছে মাত্র ১৯টিতে।
লোক জনশক্তি পার্টির (এলজিপি) চিরাগ পাসওয়ান কেবল এক আসনে জয়ী হয়েছেন।