সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়।
রয়টার্স জানায়, রোববার বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি অতিক্রম করেছে।
একইদিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ এক কোটি ছাড়িয়েছে। করোনা মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রই প্রথম রাষ্ট্র যেখানে প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ এক কোটি ছাড়ালো।
রয়টার্স জানায়, করোনায় সবচেয়ে ভয়ঙ্কর মাস হলো অক্টোবর। সে মাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একদিনে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড হয়।
ইউরোপেও ব্যাপক হারে বেড়েছে সংক্রমণ। গত সাত দিনে বিশ্বে দিনে গড়ে ৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে গত ১০ দিনে ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ২৯৩ দিন আগে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে এটাই সংক্রমণের সর্বোচ্চ হার।
রয়টার্সের সমীক্ষায় বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক কোভিড-১৯ সংক্রমনের ঘটনা ঘটেছে। ওইদিন ১ লাখ ৩১ হাজার ৪২০ জন মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। দেশটিতে এ পর্যন্ত করোনায় ২ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে তা কয়েকটি দেশ ছাড়া সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
বিশ্বে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি থেকে ৪ কোটিতে যেতে সময় লেগেছিল ৩২ দিন। কিন্তু আক্রান্তের সংখ্যা ৪ কোটি থেকে ৫ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ২১ দিন।
দ্বিতীয় দফায় করোনার প্রকোপে ইউরোপের দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে আবার লকডাউন জারি করা হয়েছে। ডেনমার্কও বেশ কিছু এলাকা লকডাউন করেছে।
করোনভাইরাসে সারা বিশ্বে এ পর্যন্ত ১২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে।