বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুসলিম প্রধান দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র

  •    
  • ৯ নভেম্বর, ২০২০ ১১:৪০

২০১৭ সালে অভিষেকের পরপরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিলের পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন।

দায়িত্ব নেয়ার প্রথম দিনই তিনি এমনটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

২০১৭ সালে অভিষেকের পরপরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাহী আদেশ ও প্রেসিডেন্টের ঘোষণায় ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বলে সহজেই তা অকার্যকর করা যাবে। তবে রক্ষণশীল রিপাবলিকান পার্টি এ বিষয়ে মামলা করলে নিষেধাজ্ঞা বাতিল প্রক্রিয়া দেরি হতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে অক্টোবরে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বিদ্বেষপ্রসূত অপরাধ দমনে আইন করতে রাজনীতিকদের চাপ দেবেন বলে অঙ্গীকার করেছিলেন বাইডেন।

মুসলমান ভোটারদের উদ্দেশে ওই সময় তিনি বলেছিলেন, ‘অবদানের প্রতি সম্মান জানাতে ও পরামর্শ জানতে এবং সমাজ থেকে ঘৃণার বিষ নির্মূল করতে আপনাদের সঙ্গে কাজ করব আমি।

‘মুসলমান আমেরিকানদের সঙ্গে প্রতিটি ক্ষেত্রে আমেরিকা হাত ধরে চলছে- এমনই হবে আমার প্রশাসন। দায়িত্ব নেয়ার প্রথম দিনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের অসাংবিধানিক ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করব আমি।’

এ বিভাগের আরো খবর