যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন দায়িত্ব নেয়ার পর করোনাভাইরাসের বিস্তার রোধকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছে তার দল।
স্থানীয় সময় রোববার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, করোনা পরীক্ষার সংখ্যা আগের চেয়ে বাড়ানো হবে। সবাইকে মাস্ক পরতে বলা হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই কী কী পদক্ষেপ নেয়া হবে, তার পরিকল্পনা করেছেন বাইডেন ও তার দল। করোনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়াও দেশের অর্থনীতি, বর্ণবাদ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের ওপর জোর দেবে বর্ষীয়ান প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসন।
ট্রাম্পের বিতর্কিত নীতি বাতিলের লক্ষ্যে বাইডেন প্রশাসনের এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট স্বাক্ষরিত বেশ কিছু নির্বাহী আদেশের প্রয়োজন হবে। পরে তা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে, যার জন্য কংগ্রেসের অনুমোদনের দরকার হবে না।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বের হয়ে আসা প্যারিস জলবায়ু চুক্তিতে ফের যোগ দেবেন বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ট্রাম্পের সরে যাওয়ার সিদ্ধান্তও বাতিল করবেন তিনি।
সাতটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন। এ ছাড়া তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের অভিবাসন নীতিকে পুনর্বহাল করবেন তিনি।
ওই নীতিতে বলা হয়, অনিবন্ধিত অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের অভিবাসন মর্যাদা দেয়া হবে।
শনিবার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বাইডেন বলেছিলেন, ‘দেশকে সারানোর এখনই সময়। বিভক্তি সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী বাইডেনের জয় এখনো মেনে নেননি।
শনিবার ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। জানুয়ারিতে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার।