বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাশ্মির সীমান্তে তুমুল গোলাগুলি, নিহত ৬

  •    
  • ৮ নভেম্বর, ২০২০ ২২:০৬

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা ছিল জঙ্গিদের। জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলায় মাচিল সেক্টরে এই ঘটনায় তিন জঙ্গিকে হত্যা করেছে সেনা। শনিবার মাঝরাত থেকে চলছিল গোলাগুলি। ধাপে ধাপে। চলল রোববার দিনের বেলাতেও।

সন্ত্রাসী হামলায় রোববার ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। এদিন জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলিতে তিন জঙ্গি নিহত হয়েছেন। পাল্টা গুলিতে নিহত হন তিন ভারতীয় সেনা ও এক বিএসএফ জওয়ান।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা ছিল জঙ্গিদের। জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলায় মাচিল সেক্টরে এই ঘটনায় তিন জঙ্গিকে হত্যা করেছে সেনা। শনিবার মাঝরাত থেকে চলছিল গোলাগুলি। ধাপে ধাপে। চলল রোববার দিনের বেলাতেও।

এপ্রিলের পর থেকে এত বড় এনকাউন্টার হয়নি উপত্যকায়। শনিবার রাত একটা নাগাদ বিএসএফের টহল বাহিনী নিয়ন্ত্রণরেখা থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তারপরেই শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে প্রথমে একজন জঙ্গি নিহত হয়। বিএসএফ কনস্টেবল সুদীপ সরকার নিহত হন পাল্টা গুলির আঘাতে। ভোর চারটের সময় গুলির লড়াই থামে।   

সকাল ১০টা ২০ নাগাদ ফের এলওসি থেকে দেড় কিলোমিটার দূরে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। শুরু হয় গুলির যুদ্ধ। তাতে মারা যান এক সেনা অফিসার সহ তিন জন। দু’‌জন জখম হন। দুই জঙ্গিও নিহত হয়। দুটি সংঘর্ষের ঘটনাই জানিয়েছেন প্রতিরক্ষার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। 

সেনা সূত্রে খবর, প্রতি বছর শীতের আগে অনুপ্রবেশের ঘটনা বেড়ে যায়। কারণ শীতে পাহাড় বরফে ঢাকা থাকায় যাতায়াত সম্ভব হয় না। তাই এ সময় সীমান্তের ওপারে পাক জঙ্গি ডেরায় অপেক্ষারত অবস্থায় থাকে সন্ত্রাসবাদীরা।

এ বিভাগের আরো খবর