যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে অ্যারিজোনায় বিক্ষোভ করেছেন ডনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অঙ্গরাজ্যটির ফিনিক্স শহরে এই বিক্ষোভ হয়। ‘প্রাউড বয়েজ’, ‘থ্রি পারসেন্টার্স’-এর মতো কিছু উগ্র ডানপন্থী ও মিলিশিয়া গ্রুপের সদস্যদের দেখা যায়, যাদের অনেকের হাতে ছিল আধা-স্বয়ংক্রিয় অস্ত্র।
বিক্ষোভের এক পর্যায়ে নির্বাচন বিভাগের পাশে থাকা একদল বাইডেন সমর্থকের সঙ্গেও সংঘর্ষে জড়ান তারা।
ট্রাম্প সমর্থকরা কয়েকদিন ধরেই অ্যারিজোনার মেরিকোপা কাউন্টির নির্বাচন বিভাগের বাইরে ও স্টেট ক্যাপিটালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
নির্বাচন চুরির অভিযোগ করে বিক্ষোভকারীরা একে ‘অভ্যুত্থান’ বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ অঙ্গরাজ্যটির ডেমোক্র্যাটিক প্রশাসন অবৈধভাবে বাইডেনকে জিতিয়ে দিয়েছে।
যে ভবনে ভোট গণনা হচ্ছে তার বাইরে থেকে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, ‘সব বৈধ ভোট গণনা করো! আমরা তোমাদের দেখছি!’
বিক্ষোভকারীদের সমর্থন করে ট্রাম্পের প্রচার শিবিরও দাবি করেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যটিতে নির্বাচনের দিন বেশকিছু ব্যালট ভুলভাবে বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া এ সব ব্যালট গণনার জন্য ট্রাম্পের প্রচার দল অ্যারিজোনায় মামলা করলেও তা বাতিল করে দিয়েছে অঙ্গরাজ্যটির আদালত।
অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালতে করা মামলায় বলা হয়, নির্বাচনকর্মীরা ‘ওভার ভোট’ দেখানো একটি মেশিনে ভোট দেয়ার জন্য কিছু ব্যক্তিকে বলেছিলেন।
অ্যারিজোনার এক কর্মকর্তা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘এটি সরকারি ফল দেরি করানোর একটি কৌশল মাত্র।’ অ্যারিজোনার সেক্রেটারি অফ স্টেট কেটি হবস এক বিবৃতিতে বলেছেন, ‘তারা খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছে।’
অ্যারিজোনায় ট্রাম্পের চেয়ে ১৮ হাজার ৬০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।