যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে নতুন রেকর্ডে জায়গা করে নিতে যাচ্ছেন জো বাইডেন। দেশটির ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ৭৭ বছর বয়সী এ ডেমোক্র্যাট।
১৯৪২ সালে জন্মগ্রহণ করা বাইডেনের বয়স আগামী ২০ নভেম্বর ৭৮ বছর হবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগ্যান। ১৯৮৯ সালে ক্ষমতা ছাড়ার সময় তার বয়স ছিল ৭৭ বছর।
গত বছর যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে বাইডেন বয়স নিয়ে তার মতামত দিয়েছিলেন।
সেখানে তিনি বলেন, ‘আমি মনে করি এটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ; আমার বয়স নিয়ে জিজ্ঞাসা করাও খুব স্বাভাবিক। আমার কাছে এর একটা ব্যাখ্যা আছে…বয়সের সঙ্গে সঙ্গে প্রজ্ঞা বাড়ে এবং অভিজ্ঞতা অনেক কিছুকে আরও ভালো করতে সহায়তা করে। তবে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন আপনারা, আমি নই।’
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে ৭৪ বছর বয়সী ডনাল্ড ট্রাম্পও সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতেন। ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় ট্রাম্পের বয়স ছিল ৭০ বছর।
যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টদের মধ্যে ১৯৮১ সালে প্রথম মেয়াদের শপথ নেয়ার সময় রোনাল্ড রিগ্যানের বয়স ছিল ৬৯ বছর। ১৮৪১ সালে উইলিয়াম হেনরি হ্যারিসনের ৬৮ ও ১৮৫৭ সালে জেমস বুচানানের ৬৫ বছর ছিল।
দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। ১৯০১ সালে শপথ নেয়ার সময় তার বয়স ছিল মাত্র ৪২ বছর।
এ ছাড়া জন এফ কেনেডি ৪৩ বছর এবং বিল ক্লিনটন ও ইউলিসেস এস গ্রান্ট ৪৬ বছর বয়সে শপথ নেন।