বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমেরিকায় সেরে ওঠার সময় এসেছে: বাইডেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২০ ০৮:৫২

পাঁচ দশকের এ রাজনীতিক বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যিনি বিভক্তির বদলে ঐক্যবদ্ধ করবেন; যিনি লাল অঙ্গরাজ্য ও নীল অঙ্গরাজ্য না দেখে শুধু যুক্তরাষ্ট্রকে দেখবেন।’

ডনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনে বিভক্ত যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন।

স্থানীয় সময় শনিবার রাতে ডেলাওয়্যার অঙ্গরাজ্যে নিজ শহর উইলমিংটনে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বিজয়ীর ভাষণে ট্রাম্পের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন বাইডেন।

তিনি বলেন, ‘আজ রাতে যে হতাশা ব্যক্ত হচ্ছে, তা আমি বুঝতে পারছি। আমি নিজেকেও কয়েক বার ধরে রাখতে পারিনি। তবে এখন আসুন, একে অপরকে সুযোগ দিই।

‘আমেরিকায় সেরে ওঠার এটাই সময়।’

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ তার প্রতি যে বিশ্বাস স্থাপন ও আস্থা রেখেছে, তাতে তিনি শ্রদ্ধাবনত।

পাঁচ দশকের এ রাজনীতিক বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যিনি বিভক্তির বদলে ঐক্যবদ্ধ করবেন; যিনি লাল অঙ্গরাজ্য ও নীল অঙ্গরাজ্য না দেখে শুধু যুক্তরাষ্ট্রকে দেখবেন।’

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প পান ২১৪টি ইলেকটোরাল কলেজ।

ভোটের পর থেকে বিভিন্ন সময় বাইডেন এগিয়ে থাকলেও ফল আটকে ছিল কয়েকটি অঙ্গরাজ্যের ওপর। তবে পেনসিলভেনিয়ায় ২০টি ইলেকটোরাল কলেজ নিশ্চিতের মধ্য দিয়ে জয় পেয়ে যান বাইডেন। এর মধ্য দিয়ে অবসান হয় দীর্ঘ অপেক্ষার।

এ বিভাগের আরো খবর