মাথা নিচু করে পশ্চিম দিকের পেছনের দরজা দিয়ে হোয়াইট হাউজে ফিরলেন পরাজিত ডনাল্ড ট্রাম্প। এখানে আরও আড়াই মাস সময় কাটবে তার।
পরাজয়ের খবর যখন ছড়ায়, তখন তিনি ভার্জিনিয়ার স্টারলিংয়ের ব্যক্তিগত গলফ কোর্সে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিজস্ব গলফ কোর্সে এক বিকেল কাটানোর পর হোয়াইট হাউজে ফিরেন প্রেসিডেন্ট। অনেকটা পরাজিত ভঙ্গিতে ভেতরে ঢোকেন তিনি। তার মুখ ছিল দরজা বরাবর। মাথা নিচের দিকে নুয়ে ছিল।
এ সময় গণমাধ্যমকর্মীদের দিকে এক পলক তাকিয়ে আঙুল উঁচিয়ে তিনি উৎসাহব্যঞ্জক ইশারা দেখিয়েছেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। নিরাপত্তাকর্মীদের মুখে মাস্ক থাকলেও ট্রাম্পের মুখে কোনো মাস্ক ছিল না।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়। ওই সময় ট্রাম্প স্টারলিংয়ে গলফ খেলছিলেন।
ফল ঘোষণার দুই ঘণ্টা আগে তিনি ভার্জিনিয়ার স্টারলিংয়ের ওই গলফ ক্লাবে ঢুকেছিলেন। চূড়ান্ত পরাজয়ের খবর পাওয়ার পর সেখান থেকেই বিবৃতি পাঠিয়েছেন তিনি।
পরাজয়ের খবরে তার অভিব্যক্তি কী হয়েছিল, তা জানা যায়নি। তবে ট্রাম্প আভাস দিয়েছেন, সহজে হার স্বীকার করছেন না তিনি। আদালতে শেষ মুহূর্ত পর্যন্ত মামলা লড়ে যাবেন।
এর আগেও একাধিকবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না বলে জানিয়েছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক রীতি অনুযায়ী কোনো প্রার্থীর বিজয় সুনিশ্চিত হলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় স্বীকার করে জনসমক্ষে ভাষণ দেন।