যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা।
বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করলেও নতুন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি অভিনন্দন জানাতে দেরি করেননি তারা।
রোববার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ভবিষ্যতে বাইডেনের সঙ্গে কাজ করার আশাবাদ জানিয়ে লিখেছেন, ‘আটলান্টিকের এপার-ওপারে আমাদের সম্পর্ক অন্য কিছু দিয়ে বদল করার মতো নয়। আমাদের সময়ের চ্যালেঞ্জগুলো একসঙ্গে মোকাবিলা করতে চাই।’
বাইডেনকে অভিনন্দন জানিয়ে এক টুইটবার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ লিখেন, ‘বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে অনেক কিছু করার আছে আমাদের।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সহযোগিতা করার আশা প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন।
জয় নিশ্চিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।
টুইটবার্তায় বাইডেনের উদ্দেশে মোদি লিখেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারত নতুন উচ্চতায় যেতে আপনার সঙ্গে কাজ করতে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’
অভিনন্দন জানাতে পিছপা হননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনিও টুইট করে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে দুই দেশ একসঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারার আশাবাদ ব্যক্ত করেছেন অভিনন্দন বার্তায়।
কয়েক দিন আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জেসিন্ডা আরডার্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন তিনিও।
টুইটারে জো বাইডেনের নিউজিল্যান্ড সফরের একটি ছবি দিয়ে জেসিন্ডা লিখেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। বিভিন্ন সময় বিশ্ব সম্প্রদায়ের নানা ইস্যুতে দুই দেশে একসঙ্গে কাজ করেছি। নিউজিল্যান্ড আপনার সঙ্গে সামনের দিনেও কাজ করতে চায়।’
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেন, বাইডেন তাদের দেশের একজন ‘সত্যিকারের বন্ধু’।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত তার সময়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরও চমৎকার হবে।’
বাইডেনের জয়ের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কাছ থেকে তেমন উষ্ণ বার্তা আসেনি। খামেনি তার বার্তায় বলেছেন, ফলাফল যাই হোক না কেন, এটা স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র, নাগরিক ও নৈতিক অবস্থার চূড়ান্ত অবক্ষয় হয়েছে।
বাইডেন নির্বাচিত হওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। দুই দেশই সামনের দিকে অগ্রসর, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাজগুলো দীর্ঘদিন থেকে একসঙ্গেই করে যাচ্ছে।
এটি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ট্রুডো।
বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্ব অভিনন্দন জানিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট এরই মধ্যে বাইডেন জয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।