এক নারী সমর্থক চিৎকার করে বলেন, ‘ট্রাম্পের মসনদের পতন হওয়ায় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটন ডিসিতে উল্লাসে মেতেছেন তার সমর্থকেরা। নেচে-গেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করছেন তারা।
এক নারী সমর্থক চিৎকার করে বলেন, ‘ট্রাম্পের মসনদের পতন হওয়ায় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
জো বাইডেনের বিজয়ের খবরে হোয়াইট হাউসের সামনে সেলফি তোলার হিড়িক পড়ে। ‘আমরা জিতেছি, জয় আমাদের’- এসব স্লোগান দিতে দেখা গেছে ডেমোক্র্যাট সমর্থকদের।
এ সময় একজন রিপাবলিকান সমর্থক তাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন। বলেন, গর্ভপাতকে সমর্থন করা জো বাইডেনকে কীভাবে সমর্থন করে মার্কিনিরা?
কিন্তু তাকে পাত্তাই দেয়নি উল্লাসিত জনতা। করতালি দিয়ে বিজয় উদযাপন করতে দেখা গেছে তাদের।