বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুশের পরে ট্রাম্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২০ ০০:১০

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২৩১ বছরে কেবল ১১ জন প্রেসিডেন্ট হেরেছেন নির্বাচনে। গত ৯২ বছরে এই সংখ্যটি চার জন। সবশেষ ১৯৯২ সালে হেরে যান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ (সিনিয়র)।

খেপাটে ডনাল্ড ট্রাম্প অনেক দিক থেকেই যুক্তরাষ্ট্রের ‘অন্য রকম প্রেসিডেন্ট’। ভোটের ফলেও তিনি ‘বিরলদের’ দলেই।

যুক্তরাষ্ট্রবাসী সাধারণত তাদের প্রেসিডেন্টদেরকে পরের নির্বাচনে নিরাশ করেন না।

গত ৯২ বছরে চারজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভোটে জিততে পারেননি। তাদের একজন হয়ে গেলেন ট্রাম্প।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশকে (সিনিয়র বুশ) ১৯৯২ সালে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রবাসী। এবার ট্রাম্পের দিক থেকেও মুখ ফিরিয়ে নিলেন সংখ্যাগরিষ্ঠ অ্যামেরিকান।

সেটিও ঘটেছিল ১২ বছর আগে। ১৯৮০ সালে ডেমোক্র্যাট জিমি কার্টারকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান রোনাল্ড রিগ্যান। চার বছর আগে জিমি কার্টারও হারিয়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে।

ওই ঘটনাও ঘটেছিল ৪৪ বছর পর। অ্যামেরিকার বিখ্যাত অর্থনৈতিক মন্দা গ্রেট ডিপ্রেসনের সময় হেরে যান প্রেসিডেন্ট হার্বার্ট হুভার। জিতেন ডেমোক্র্যাট ফ্যাঙ্কলিন ডি রুজভেল্ট।

এবারের নির্বাচনের আগে সব মিলিয়ে দেশটির ২৩১ বছরের ইতিহাসে মাত্র ১০ জন প্রেসিডেন্ট হেরেছেন দ্বিতীয় মেয়াদের নির্বাচনে। সেই তালিকায় ১১তম হিসেবে নাম লেখালেন ডনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে না পারা সেই প্রেসিডেন্টদের মধ্যে আরও আছেন জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস, মার্টিন ভ্যান বুরেন, গ্রোভার ক্লিভল্যান্ড, বেঞ্জামিন হ্যারিসন, উইলিয়াম হোওয়ার্ড ট্যাফট।

এ বিভাগের আরো খবর