বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইঘুরদের সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে সরাল যুক্তরাষ্ট্র

  •    
  • ৭ নভেম্বর, ২০২০ ১৬:২৩

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের (ইটিআইএম) নাম সন্ত্রাসী তালিকা থেকে সরানো হয়েছে।

চীনের সংখ্যালঘু উইঘুরদের একটি সংগঠনকে ‘সন্ত্রাসী’ তালিকা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ তথ্য জানিয়েছেন।

পম্পেওর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের (ইটিআইএম) নাম সন্ত্রাসী তালিকা থেকে সরানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী তালিকা থেকে ইটিআইএমকে সরানো হয়েছে। কারণ এক দশকেরও বেশি সময় ধরে ইটিআইএমের অস্তিত্বের বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।’

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, সম্পদে সমৃদ্ধ শিনজিয়াং প্রদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বলে ইটিআইএমকে প্রায়ই দায়ী করে আসছে চীন। তবে গবেষকদের ভাষ্য, এ বিষয়ে তেমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি চীন।

২০০৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইটিআইএমকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেন। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের’ অংশ হিসেবে চীনের সঙ্গে মিলে ওই উদ্যোগ নেয়া হয়।

মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, শিনজিয়াংয়ে ১০ লাখ বা তারও বেশি উইঘুর ও অন্য তার্কিকভাষী জনগোষ্ঠীকে (যাদের বেশির ভাগই মুসলমান) ক্যাম্পে কারারুদ্ধ করে রেখেছে চীন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে ‘দীর্ঘ বিলম্বিত’ ও ‘চীনের অভিযোগের চূড়ান্ত প্রত্যাখ্যান’ হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট।

সংস্থাটির নির্বাহী পরিচালক ওমের কানাত বলেন, ২০ বছর ধরে উইঘুরদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চলেছে।

এ বিভাগের আরো খবর