যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এ মুহূর্তের সবচেয়ে আলোচিত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
এ অঙ্গরাজ্যটিতে জিতলেই প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হয়ে যাবে বাইডেনের। অবসান হবে নির্বাচনের ফল নিয়ে দীর্ঘ অপেক্ষার।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অঙ্গরাজ্যটির ৯৮ শতাংশ ভোট গণনা হয়েছে। বাইডেন এগিয়ে আছেন ১৯ হাজার ৫০০ ভোটে।
সর্বশেষ ফল অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেকটোরাল কলেজ ভোট। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২১৪টি। এর মানে দাঁড়াচ্ছে, পেনসিলভেনিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ জিতলেই জয় নিশ্চিত হয়ে যাবে বাইডেনের।
নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়াতেও সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন বাইডেন। তবে গুরুত্বপূর্ণ এ লড়াইক্ষেত্রের ভোট ফের গণনা হবে।
এদিকে ট্রাম্পের প্রচার দল বলছে, নির্বাচন এখনো শেষ হয়ে যায়নি।
ট্রাম্পের প্রচার দলের আইনজীবী ম্যাট মরগানের দাবি, জর্জিয়ায় নিয়ম না মেনে ভোট গ্রহণ করা হয়েছে। যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।