যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যা করছেন তাকে ‘হাস্যকর’ বলেছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। বলেছেন, তার মাথা ঠান্ডা রাখা উচিত।
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টুইটারে তিনি এই পরামর্শ দেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছেন ১৭ বছর বয়সী সু্ইডিশ এই কিশোরী।
টুইটারে ট্রাম্প গত বছর গ্রেটাকে বিদ্রুপ করে বলেছিলেন, তার রাগ নিয়ন্ত্রণে মনোযোগী হওয়া দরকার।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের পরদিন কারচুপির অভিযোগে ‘গণনা বন্ধ করো’ লিখে টুইট করেন ট্রাম্প। চারটি রাজ্যে গণনা বন্ধে আদালতে মামলাও করেছেন তিনি। এরই মধ্যে দুটি মামলা খারিজ হয়ে গেছে। তবে আরও অনেক মামলা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।
গ্রেটা টুইট বার্তায় বলেন, ‘কী হাস্যকর। ডনাল্ডকে অবশ্যই রাগ নিয়ন্ত্রণে মনোযোগী হওয়া দরকার। তারপর এক বন্ধুর সঙ্গে পুরোনো চলচ্চিত্র দেখা উচিত। মাথা ঠান্ডা করো, ডনাল্ড!’
গ্রেটার টুইটটি পছন্দ করেছেন ১২ লাখ টুইটার ব্যবহারকারী। এখন পর্যন্ত তা রিটুইট হয়েছে ছয় লাখ ৬৬ হাজার বার।
গত বছর থুনবার্গকে পারসন অফ দ্য ইয়ার ঘোষণা করে টাইম ম্যাগাজিন। ডনাল্ড ট্রাম্প সে সময় থুনবার্গকে বিদ্রুপ করে টুইট বার্তায় বলেন, ‘থুনবার্গের প্রথমে রাগ নিয়ন্ত্রণে মনোযোগী হওয়া উচিত। তারপর এক বন্ধুর সঙ্গে পুরোনো চলচ্চিত্র দেখা উচিত। মাথা ঠান্ডা করো, গ্রেটা।’
জাতিসংঘের জলবায়ু বিষয়ক গত বছরের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ব্যর্থ বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেন থুনবার্গ। তার সেই বক্তব্য নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করেন ট্রাম্প।