বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ওটা ইভিএম নয়, এমভিএম’

  •    
  • ৬ নভেম্বর, ২০২০ ১৫:৫১

জবাব এসেছে বিরোধী শিবির থেকে। বিজেপির জোটে শরিক না হলেও এলজেপি নেতা চিরাগ পাশোয়ান বলেন, 'মহাজোট হারছে। তাই রাহুলজি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন। জিতলে বলতেন না।'

বিহার বিধানসভার নির্বাচনের শেষ দফা ভোটের আগে ফের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বুধবার এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেন, ‘ওটা ইভিএম নয়, এমভিএম অর্থাৎ, মোদি ভোটিং মেশিন। এখানে ই টা এমনিই লেখা আছে। ওটা আসলে মোদি ভোটিং মেশিন। আপনারা বিরুদ্ধে ভোট দিলেও সব ভোট মোদিজি পেয়ে যান।’‌

জবাব এসেছে বিরোধী শিবির থেকে। বিজেপির জোটে শরিক না হলেও এলজেপি নেতা চিরাগ পাশোয়ান বলেন, 'মহাজোট হারছে। তাই রাহুলজি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন। জিতলে বলতেন না।'

এসব তর্ক-বিতর্কের মধ্যেই বিহারে চলছে তৃতীয় দফার ভোটের চূড়ান্ত প্রস্তুতি।

শনিবার ২৪৩ আসনের বিহার বিধানসভার ৭৮টি আসনে ভোটগ্রহণ হবে।

এর আগে দুই দফায় নির্বিঘ্নে ভোট হয়েছে ১৬৫টি আসনে। ভোট গণনা হবে ১০ নভেম্বর।

বিহারের ভোটে মূল লড়াই বিজেপি-জেডিইউ জোটের সঙ্গে কংগ্রেস-আরজেডি জোটের মহাগাঁটবন্ধনের। দুই শিবিরই প্রচারে ঝড় তুলতে কার্পণ্য করেননি। জেতার বিষয়েও আশাবাদী উভয় পক্ষ।

কোভিড বিধি মেনে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বিঘ্নে শেষ দফার ভোট করাই এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। কোন পক্ষ জিতবে সেটা জানা যাবে ১০ নভেম্বর।

এ বিভাগের আরো খবর