যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সদস্য হতে যাচ্ছেন ২৫ বছর বয়সী ম্যাডিসন কাউথর্ন। ১৯৬৫ সালের পর দেশটির কংগ্রেস সদস্যদের মধ্যে রিপাবলিকান পার্টির এই রাজনীতিকই সর্বকনিষ্ঠ।
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ১১ তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীকে ৫৪ শতাংশ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ম্যাডিসন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘অনুপ্রেরণামূলক বক্তা’ ও রিয়েল এস্টেটে বিনিয়োগকারী ম্যাডিসন এ বছরের আগস্টে ২৫ এ পা দেন। ২০১৪ সালে এক সড়ক দুর্ঘটনায় আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হন তিনি। এরপর থেকেই হুইল চেয়ারে চলাফেরা করেন ম্যাডিসন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ম্যাডিসন সম্ভবত তৃতীয় সর্বকনিষ্ঠ কংগ্রেস সদস্য। এর আগে ১৯৬৫ সালে ২৫ তম জন্মদিনের সাত দিন পর কংগ্রেসের দায়িত্ব নেন টেনেসি অঙ্গরাজ্যের জেড জনসন জুনিয়র।
তারও আগে ১৭৯৭ সালে টেনেসি অঙ্গরাজ্যের আরেক আইনপ্রণেতা উইলিয়াম চার্লস কোল ক্লেবর্ন ছিলেন সর্বকনিষ্ঠ কংগ্রেস সদস্য। কংগ্রেসের দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ২১ বা ২২।