ভোট গণনার সময় আইনি লড়াইয়ে নেমে ধাক্কা খেলেন ডনাল্ড ট্রাম্প। যথাযথ তথ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় জর্জিয়া ও মিশিগান অঙ্গরাজ্যে তার প্রচার দলের করা মামলা খারিজ করেছে আদালত।
স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্য দুইটির আদালত মামলা খারিজ করে।
চারটি রাজ্যে মামলা করে দুটিতে ধাক্কা খাওয়ার পরও ট্রাম্পের প্রচার দল নেভাডা অঙ্গরাজ্যে মামলা করতে যাচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।
ট্রাম্প বলেছেন, তিনি আরও অনেক মামলা করতে যাচ্ছেন।
জর্জিয়ার উচ্চ আদালতে ট্রাম্পের পক্ষে মামলা খারিজ করে বিচারক জেমস বেস জানান, অভিযুক্ত ব্যালটগুলো অবৈধ ছিল, তার প্রমাণ পাওয়া যায়নি।
মিশিগানের বিচারক সিনথিয়া স্টিফেনস বলেন, ‘কারচুপি করা হয়েছে, এ অভিযোগের কোনো ভিত্তি পাইনি।’
এ বিষয়ে ট্রাম্পের প্রচার দলের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
লাস ভেগাসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেভাডার সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডাম ল্যাক্সাল্ট, সাবেক প্রশাসন কর্মকর্তা রিচার্ড গ্রেনেল ও ট্রাম্পের প্রচার দলের কয়েকজন প্রতিনিধি। ভোটে অনিয়মের পক্ষে আদালতে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা।
ল্যাক্সাল্ট বলেন, ‘মৃত ভোট গণনা করা হয়েছে বলে বিশ্বাস করি আমরা। করোনাভাইরাসের কারণে হাজার হাজার ভোটার নেভাডার ক্লার্ক কাউন্টি ছেড়ে চলে গেছেন। আমরা বিশ্বাস করি, তাদের ভোটও গণনা করা হয়েছে।’
তিনি বলেন, ‘অবৈধ ভোট গণনা বন্ধ করতে কেন্দ্রীয় আদালতে মামলা করা হবে।’
নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া ও নেভাডা - এই পাঁচটি অঙ্গরাজ্যে ভোট গণনা শেষ হয়নি। কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা এই পাঁচ অঙ্গরাজ্যের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেভাডায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন অল্প ব্যবধানে এগিয়ে আছেন। অন্যদিকে জর্জিয়ায় অল্প ব্যবধানে এগিয়ে ট্রাম্প। বাইডেন মিশিগানে জয়ের পথে বলে ধারণা করা হচ্ছে। নর্থ ক্যারোলিনায় বেশ ভালো ব্যবধানে এগিয়ে ট্রাম্প। পেনসিলভেনিয়াতেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই।