যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে পর্যাপ্ত সমর্থন না করার অভিযোগ এনে নেতাকর্মীদের তিরস্কার করেছেন ট্রাম্পের দুই ছেলে।
৩ নভেম্বরের নির্বাচনে বাবা স্পষ্টত পিছিয়ে থাকার পরিস্থিতিতে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের দুই ছেলে এ নিয়ে টুইট করেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড জন ট্রাম্প জুনিয়র দলকে ‘দুর্বল’ বলে অভিযোগ করেছেন।
ট্রাম্প জুনিয়র টুইট বার্তায় জানান, প্রেসিডেন্টকে জয়ী করতে রিপাবলিকান পার্টির তরুণ প্রজন্ম কিছুই করেননি।
তিনি বলেন, ‘ট্রাম্পকে নির্বাচনে জেতাতে আসলেই ইচ্ছুক এবং এর জন্য লড়াই করতেও প্রস্তুত- তা কর্মকাণ্ডের মাধ্যমে দেখাতে ব্যর্থ হয়েছেন পার্টির তরুণ প্রজন্ম। গণমাধ্যমের সামনে ভয়ে জড়োসড়ো হয়ে আছেন তারা। চিন্তার কোনো কারণ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প লড়াই চালিয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘রিপাবলিকান কর্মীদের অক্ষমতার সুযোগের সদ্ব্যবহার করেছে অন্যরা।’
রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অবশ্য ট্রাম্পের ছেলের বক্তব্যের সমালোচনা করেছেন।
ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটর মিট রোমনি ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ল্যারি হোগান বলেন, ‘ট্রাম্প জুনিয়র পার্টির গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছেন।’
কিন্তু রিপাবলিকান পার্টির যেসব নেতাকর্মী ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতানোর চিন্তাভাবনা করছেন, তাদের প্রতি ক্রোধ দমাতে পারেননি ট্রাম্প জুনিয়র।
ট্রাম্প জুনিয়রের ভাই এরিক ট্রাম্পও টুইট বার্তায় ক্ষোভ ঝেড়েছেন।
এরিক ট্রাম্প। ছবি: এপি
তিনি বলেন, ‘রিপাবলিকানরা কোথায়! মেরুদণ্ড শক্ত করুন। প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের ব্যর্থতা ভোটাররা কখনও ভুলবে না।’
দুই ছেলের তিরস্কার ট্রাম্পের ভক্ত ও পার্টির মধ্যে ফাটলের ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনটিতে বলা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল চূড়ান্তভাবে ঘোষিত না হলেও এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
যদিও এখনও ট্রাম্পের সম্ভাবনা নাই হয়ে যায়নি। যে পাঁচটি অঙ্গরাজ্যের ফলাফল আটকে আছে, তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোথাও ট্রাম্প অল্প ব্যবধানে এগিয়ে, কোথাও বাইডেন অল্প ব্যবধানে এগিয়ে।
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, নির্বাচনে ব্যাপক আকারে কারচুপি হয়েছে। এ বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে না পারলেও ভোট গণনায় চুরির অভিযোগে দেশজুড়ে মামলার হুমকি দিয়েছেন তিনি।