কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? এখনও অনিশ্চিত। কারণ ডনাল্ড ট্রাম্প বা জো বাইডেন চূড়ান্ত বিজয়ী হওয়ার মতো পর্যাপ্ত ইলেকটোরাল ভোট এখনও পাননি।
ভোট গণনা অব্যাহত। জটিলতা বাড়িয়েছে ডাকযোগে পাঠানো ভোট। সেগুলো কীভাবে গণনা করা হবে কিংবা আদৌ গণনা হবে কিনা এ নিয়ে চলছে টানাপড়েন। এ কারণে চূড়ান্ত বিজয়ী পেতে দেরি হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে।
জনপ্রিয় ভোটে জো বাইডেন এগিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে জনপ্রিয় ভোটে জয়ী হওয়াই যথেষ্ট নয়। তাকে পেতে হবে বেশি ইলেক্টোরাল ভোট।
কোনো প্রার্থী একটি রাজ্যের ইলেক্টোরাল কলেজে জয়ী হওয়া মানে সেখানের সব ভোট তার।
যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। জয়ী হওয়ার জন্য দরকার ২৭০ টি। ইতিমধ্যে বাইডেন ২৬৪ ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
কয়েকটি অঙ্গরাজ্যে যে কারণে ভোট গণনা দেরি হচ্ছে।
অ্যারিজোনা (১১ ভোট): জো বাইডেন কিছুটা এগিয়ে আছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অঙ্গরাজ্যে এখনও পাঁচ লাখ ভোট গণনা চলছে। এর অর্ধেকের বেশি ভোট রয়েছে ম্যারিকোপা কাউন্টির, যেখানে অঙ্গরাজ্যটির মোট লোকসংখ্যার ৬০ শতাংশের বাস।
নেভাদা (৬): বাইডেন সামান্য এগিয়ে। অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের দাবি, ওই অঙ্গরাজ্যে প্রচলিত আইন অনুযায়ী, স্বাভাবিক গতিতেই চলছে ভোট গণনা। তবে ডাকযোগে আসা ভোট এখনও গণনা শেষ হয়নি। বেসরকারি ফলাফল পেতে অপেক্ষা করতে হবে।
জর্জিয়া (১৬ ভোট): এখানে ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের মধ্যে ভোট গণনা শেষ হওয়ার কথা।
পেনসিলভেনিয়া (২০): এই অঙ্গরাজ্যে ডাকযোগে পাঠানো ৫ লাখ ৮০ হাজারের বেশি ভোট গণনা শেষ হয়নি। তবে সেখানে ট্রাম্প এগিয়ে। বিশ্লেষকেরা বলছেন, এই অঙ্গরাজ্যে ডাকযোগে পাঠানো ভোটগুলো ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনেরই পাওয়ার কথা। তাই শেষমেশ ফলাফল পাল্টে যেতে পারে।
উইসকনসিন (১০) ও মিশিগান (১৬): বিবিসির প্রজেক্টস অনুযায়ী মিশিগানে জয় পেতে যাচ্ছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রজেক্ট অনুযায়ী, বাইডেন্ট বিজয়ী হতে পারেন উসকনসিনে। তবে ভোটের ব্যবধান হতে পারে এক শতাংশেরও কম।
যুক্তরাষ্ট্রে একজন মাত্র নির্বাচন কমিশন নেই। একেক অঙ্গরাজ্যের আইন অনুযায়ী ভোট গণনার পদ্ধতিও ভিন্ন। এসব কারণে নির্বাচন প্রক্রিয়াটি জটিল মনে হয়।
যদি বাইডেন নেভাদা, অ্যারিজোনা ও উইসকনসিন এবং মিশিগান অঙ্গরাজ্যে জয় লাভ করেন, তাহলে তিনি ২৭০ ইলেক্টরাল ভোট পাবেন। তিনিই হবেন নতুন প্রেসিডেন্ট।
ট্রাম্পকে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে পেনসিলভেনিয়ায় জয় পেতে হবে। তা ছাড়া জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও অ্যারিজোনার মধ্য থেকে যেকোনো তিনটি অঙ্গরাজ্যে বিজয়ী হতে হবে।
গুরুত্বপূর্ণ যেসব অঙ্গরাজ্যে ভোট গণনা দ্রুত হয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশার চেয়েও ভালো করছেন; জো বাইডেন ব্যর্থ হয়েছেন। এ কারণে চূড়ান্ত বিজয়ী হওয়া আরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।