মমতা ব্যানার্জি সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। পশ্চিমবঙ্গ সফরে এসে এমনটাই দাবি করলেন বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের প্রধান মমতা ব্যানার্জিও।
সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট। বৃহস্পতিবার পুরোপুরি নির্বাচনী দামামা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরে। এদিন তিনি বাঁকুড়ায়
আদিবাসী পরিবারে মধ্যাহ্ণ ভোজনের পর বিজেপিকে সমর্থনের জন্য রাজ্যবাসীকে আবেদন করেন।
অতিম শাহের দাবি, 'পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমছে। বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মানুষের আস্থা। তাই বিজেপিই জিতবে আগামী নির্বাচনে। মমতার সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে।'
বাঁকুড়ায় অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মমতা ব্যানার্জিও। তাঁর পাল্টা অভিযোগ, 'নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইছে বিজেপি। রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করা হচ্ছে।'
বিজেপির নাম না করে তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ বাড়ছে 'কিছু নেতা'র স্বাস্থ্যবিধি না মানার জন্য। তিনি বলেন, 'রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, দেশবন্ধু দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলাকে বদনাম করতে ষড়যন্ত্র চলছে।'
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'বিজেপির মুখে সুশাসন মানায় না। কারণ, তাঁদের শাসিত রাজ্য উত্তরপ্রদেশেই আইনের শাসন নেই। বাংলায় এসে আদিবাসী বাড়িতে খেয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।'
বাম ও কংগ্রেস জোটের নেতা অধীর চৌধুরি বলেন, 'বিজেপি বা তৃণমূল ভোটের মুখে আদিবাসী বা সংখ্যালঘুদের জন্য এখন মায়াকান্না করছে। আসলে সাধারণ মানুষের স্বার্থে দু-দলই সমান উদাসীন।'