বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আরও অনেক’ মামলা করতে যাচ্ছেন ট্রাম্প

  •    
  • ৬ নভেম্বর, ২০২০ ০৯:১৯

ভোট গণনা থামাতে জর্জিয়া, পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির। আদালত হস্তক্ষেপ করলে চূড়ান্ত ফল পেতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

কোনো রকমের প্রমাণ ছাড়া আবার নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প। এরই মধ্যে চারটি রাজ্যে মামলা করা বর্তমান প্রেসিডেন্ট জানিয়েছেন, আরও অনেক মামলা করতে যাচ্ছেন তিনি।

স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। অভিযোগ, তার জয় ছিনিয়ে নিতে বড় গণমাধ্যম ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাকে হারিয়ে দিতে ভোটে চুরি করার চেষ্টা করছে। 

ট্রাম্প বলেন, ‘অনেক মামলা হতে যাচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত হয়তো আমরা যাব। দেশের নির্বাচন এভাবে চুরি হতে পারে না।’ 

৩ নভেম্বর ভোট হলেও তিন দিনেও চূড়ান্ত ফলাফল আসেনি। পাঁচ রাজ্যের ফলাফলের ওপর নির্ভর করছে আবার ট্রাম্প হোয়াইট হাউজে যাবেন, নাকি তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

স্পষ্টত এগিয়ে বাইডেন। তবে আমেরিকার গোলমেলে ব্যবস্থায় সুযোগ শেষ হয়ে যায়নি ট্রাম্পেরও।

চূড়ান্ত ফল ঝুলে আছে জর্জিয়া, নেভাডা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও অ্যারিজোনায়। এর মধ্যে নেভাডা ও অ্যারিজোনায় জো বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে। জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় এগিয়ে থাকা ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধানও তিনি কমিয়ে এনেছেন।

ভোট গণনা থামাতে জর্জিয়া, পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির। আদালত হস্তক্ষেপ করলে চূড়ান্ত ফল পেতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।

এই পরিস্থিতিতে তিন দিনের ব্যবধানে আবারও সংবাদ সম্মেলন করলেন ট্রাম্প।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ব্রিফিংয়ে নির্বাচনে তথাকথিত হস্তক্ষেপে ‘বড় গণমাধ্যম’ ও ‘বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে’ দায়ী করেন ট্রাম্প। 

ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের পক্ষে কাজ করছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা। ‘বৈধ ভোট’ গণনা হলে তিনিই জিতবেন।

প্রেসিডেন্ট বলেন, ‘যদি বৈধ ভোট গণনা করা হয়, তাহলে সহজেই আমি জিতে যাব। আর যদি অবৈধ ভোট গণনা করা হয়, তাহলে তারা আমাদের কাছ থেকে নির্বাচনের ফল ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে।’

ব্রিফিংয়ে অভিযোগের পক্ষে কোনো তথ্যপ্রমাণ হাজির করতে পারেননি ট্রাম্প।

প্রেসিডেন্টের প্রচার দলের অভিযোগ, ভোট গণনার সময় রিপাবলিকান পর্যবেক্ষকদের গণনা কক্ষে ঢুকতে দেয়া হয়নি। এ কারণে কারচুপির অভিযোগে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মামলা করা হয়েছে বলে জানান ট্রাম্প।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত দেশটির ২১৪টি ইলেকটোরাল ভোট জিতেছেন ট্রাম্প; অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বাইডেন জিতেছেন ২৬৪ টি ইলেকটোরাল ভোট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। ২০১৬ সালের নির্বাচনে ৩০৪টি ইলেকটোরাল ভোট পেয়ে ডেমোক্র‌্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারান ট্রাম্প। 

এ বিভাগের আরো খবর