যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি নির্বাচন কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেছেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পের একদল সমর্থক।
স্থানীয় সময় বুধবার রাতে অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে ট্রাম্পের ভোট ইচ্ছাকৃতভাবে গণনা হয়নি গুজব শুনে তারা বিক্ষোভ করেন।
এ সময় কয়েকজনের হাতে বন্দুক ও পিস্তল দেখা যায় বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।
ফিনিক্সের মারিকোপা কাউন্টি নির্বাচন বিভাগের সামনে ‘চুরি বন্ধ করো’ ও ‘আমার ভোট গণনা করো’ স্লোগান দেন ট্রাম্পের সমর্থকরা।
নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। নির্বাচনের অন্যতম লড়াইক্ষেত্র অ্যারিজোনায় খুব অল্প ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট। ঠিক এমন সময়ে ভোট কারচুপির অভিযোগ তুলে রাস্তায় নামেন ট্রাম্পের সমর্থকরা।
ভোটের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে যে, মারিকোপা কাউন্টির কিছু ভোট গণনা করা হয়নি। কারণ ভোটাররা ব্যালটে টিক দিতে শার্পি ব্র্যান্ডের কলম ব্যবহার করেন। স্থানীয় নির্বাচন কর্মকর্তারা অবশ্য এ অভিযোগ প্রত্যাখান করেছেন।
যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনো শেষ হয়নি। এরই মধ্যে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা নিয়ে মামলাও করেছেন তিনি।
বুধবার দুপুরে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরেও কারচুপির অভিযোগ তোলে ট্রাম্পের সমর্থকরা। সেখানে নির্বাচন কর্মকর্তারা প্রায় ৩০ জন ব্যক্তিকে ভোট গণনার কক্ষে ঢুকতে বাধা দেন। ওই ব্যক্তিরা গণনা ঠিকভাবে হচ্ছে না বলে ভিত্তিহীন অভিযোগ তোলেন।