বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিশিগানে জিতে বাইডেন বললেন, ‘জয় সুনিশ্চিত’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ নভেম্বর, ২০২০ ০৮:৩৮

নির্বাচনের ফল এখন নির্ভর করছে অল্প কিছু অঙ্গরাজ্যের ওপর। এই যখন অবস্থা, তখন মিশিগান অঙ্গরাজ্যে জয় নিশ্চিত করেছেন বাইডেন।

প্রেসিডেন্ট নির্বাচনে জিততে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়া থেকে খুব বেশি দূরে নেই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

বিবিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২৪৩টি ইলেকটোরাল কলেজ। তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ।

নির্বাচনের ফল এখন নির্ভর করছে অল্প কিছু অঙ্গরাজ্যের ওপর। এই যখন অবস্থা, তখন মিশিগান অঙ্গরাজ্যে জয় নিশ্চিত করেছেন বাইডেন। জয়ের পর প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় অঙ্গরাজ্যে তার জয় সুনিশ্চিত। যদিও চূড়ান্ত ফল পেতে এখনও বাকি।

নির্বাচনি পূর্বাভাসগুলোতে মিশিগানে জয় দেখার পর সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন বলেন, ‘গণনা শেষ হলে আমরা মনে করি, আমরা জয়ী হব।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল এখন নির্ভর করছে লড়াইক্ষেত্র হিসেবে পরিচিত অ্যারিজোনা, জর্জিয়া ও পেনসিলভেনিয়ার ওপর।

ভোটে এখন পর্যন্ত ২৩টি অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়ের আভাস পাওয়া গেছে। এর মধ্যে টেক্সাস, ওহাইয়ো ও ফ্লোরিডা রয়েছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন তিনি। যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

এ বিভাগের আরো খবর