বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণনা শেষ হওয়ার আগেই জয় দাবি ট্রাম্পের

  •    
  • ৪ নভেম্বর, ২০২০ ১৭:৫৮

কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। ওইসব অঙ্গরাজ্যের ফল পেতে কয়েক ঘণ্টা বা দিন লেগে যেতে পারে।

নয়টি অঙ্গরাজ্যের লাখ লাখ ভোট গণনা বাকি থাকতেই নিজেকে বিজয়ী দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে হোয়াইট হাউজে আকস্মিক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। ওইসব অঙ্গরাজ্যের ফল পেতে কয়েক ঘণ্টা বা দিন লেগে যেতে পারে।

নির্বাচনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। শৈশবের এলাকা ডেলাওয়্যারে তার এমন বক্তব্যের কিছুক্ষণ পরই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন। তবে তারা কিসের দাবিতে সেখানে যাবেন, তা তিনি পরিষ্কার করেননি।

ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমরা নির্বাচনে জেতার প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে আমরা জিতে গেছি।’

নির্বাচনে প্রতারণার সুনির্দিষ্ট কোনো প্রমাণ না দিয়ে তিনি অভিযোগ করেন, ‘জাতির সঙ্গে এটি বিশাল এক প্রতারণা। আইন যেন ঠিকভাবে ব্যবহার করা হয়, তা আমরা চাই। তাই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। সব ভোট বন্ধ চাই আমরা।’

যুক্তরাষ্ট্রজুড়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশের নির্বাচনি আইন অনুযায়ী, ভোট গণনা শেষ হওয়ার পর ফল ঘোষণা করতে হবে। বৈধ ব্যালট গণনা শেষ করতে অনেক অঙ্গরাজ্যের কয়েক দিন সময় লেগে যায়।

করোনাভাইরাসের কারণে অনেকে আগাম ও ডাকযোগে ভোট দেয়ায় এ বছর ভোট গণনা করতে অন্য বছরের চেয়ে বেশি সময় লাগবে।

নির্বাচনে দ্রুত বিজয়ে বাইডেনের আশা ধূলিসাৎ করে ভোটের দিন সন্ধ্যায় জয়-পরাজয় নির্ধারণী অঙ্গরাজ্য ফ্লোরিডা, ওহাইয়ো ও টেক্সাসে জেতেন ট্রাম্প।

মঙ্গলবার গণনা চলার সময় ডেলাওয়্যার অঙ্গরাজ্যে সমর্থকদের সামনে অল্প সময়ের জন্য এসে ধৈর্য ধরার আহ্বান জানান বাইডেন।

ওই সময় তিনি বলেন, ‘প্রত্যেকটি ভোট, প্রত্যেকটি ব্যালট গণনার আগ মুহূর্ত পর্যন্ত কিছুই শেষ হয়ে যায়নি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে কে জয়ী হয়েছেন, তা আমি বা ট্রাম্প ঘোষণা করব না। আমেরিকার মানুষই এই সিদ্ধান্ত নেবেন।’

এরপর এক টুইট বার্তায় ট্রাম্প জানান, শিগগিরই বক্তব্য দেবেন তিনি।

এ বিভাগের আরো খবর