বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতের ব্রিফিংয়ে কী বললেন ট্রাম্প

  •    
  • ৪ নভেম্বর, ২০২০ ১৬:১৬

নির্বাচনে জিততে চলেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

নির্বাচনের ফল নিয়ে হোয়াইট হাউজে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের ব্রিফিংয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী পরের দিন ভোরের ভোট গণনা থামাতে আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন। নির্বাচনে জিততে চলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে ট্রাম্প যেসব কথা বলেছেন, তার গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

“সবাইকে অনেক অনেক ধন্যবাদ…বিপুল সমর্থনের জন্য আমেরিকার জনগণকে ধন্যবাদ জানাই। লাখ লাখ মানুষ আমাদের আজ ভোট দিয়েছেন।

কিন্তু বিমর্ষ একদল লোক তারা (ট্রাম্পের ভোটার) যেন ভোট দিতে না পারে, সে চেষ্টা করছে। আমরা তা মেনে নেব না।

আমাদের সঙ্গে থাকার জন্য ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ধন্যবাদ জানাই।

বড় আকারে বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ তা বাতিল করা হয়েছে।

আজকের ফল বিস্ময়কর। ফ্লোরিডায় জিতব ভাবিনি। অথচ সেখানে আমরা বিপুল জয় পেয়েছি।

ওহাইয়ো, টেক্সাসে জিতেছি; টেক্সাসে সাত লাখ ভোটের ব্যবধানে জিতেছি। এই সংখ্যা তারা তালিকাভুক্ত করেনি।

এটা পরিষ্কার, আমরা জর্জিয়ায় জিতেছি। সেখানে ২.৫ শতাংশ ভোটে এগিয়ে আমরা। শুধু সাত শতাংশ ভোট বাকি সেখানে। তারা (ডেমোক্র্যাটিক পার্টি) আমাদের ছুতে পারবে না।

নর্থ ক্যারোলিনায় আমরা স্পষ্টভাবে জিতেছি। ১.৪ শতাংশ ভোটে এগিয়ে। ৭৭ হাজার ভোট পেয়েছি। শুধু পাঁচ শতাংশের মতো ভোট গণনা বাকি। সেখানেও তারা ধরতে পারবে না আমাদের।

অ্যারিজোনায় পিছিয়ে থাকলেও সেখানে জেতার ভালো সম্ভাবনা আছে।

পেনসিলভেনিয়ায় আমরা জয়ের পথে। ছয় লাখ ৯০ হাজার ভোট পেয়েছি সেখানে। সেখানেও আমাদের ধরা তাদের পক্ষে অসম্ভব।

মিশিগানে প্রায় তিন লাখ ভোটে জিতেছি।

টেক্সাসের গভর্নরের সঙ্গে একটু আগে কথা হয়েছে। সেখানে জয়ের জন্য তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি (গভর্নর) বলেন, ‘কী হচ্ছে? এমনটা আগে কখনো দেখিনি।’ আমি বলি, ‘কেউই দেখেনি।’

তারা জানত, জিততে পারবে না। তাই তারা আদালতে যাওয়ার কথা বলেছে। আমি বলছিলাম না এ কথা? যখন শুনলাম তারা লাখ লাখ ব্যালট পাঠাচ্ছে, সেদিন থেকেই আমি এ কথা বলেছি।

ফ্লোরিডা, ওহাইয়ো, টেক্সাসে আমরা অভাবনীয় জয় পেয়েছি।

আমরা জিততে যাচ্ছি। খোলাখুলিভাবে বললে আমরা জিতে গেছি।

বিরাট এ মুহূর্তে দেশের মঙ্গলের জন্য আমাদের লক্ষ্য জাতীয় সংহতি নিশ্চিত করা। আইন ঠিকমতো যেন ব্যবহার করা হয়, তা আমরা চাই।

আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা সব ভোটিং বন্ধ করতে চাই। ভোর ৪টায় তারা যেন কোনো ব্যালট না পায় এবং লিস্টে যোগ না করতে পারে।

আমরা জিতব। আমার বিবেচনায় আমরা এরই মধ্যে জিতে গেছি।”

এ বিভাগের আরো খবর