নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বিবৃতি দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচন ‘চুরি’ করার চেষ্টা করছে।
এদিকে নিজেদের সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য অ্যারিজোনায় জয়ের ব্যাপারে তিনি ‘আত্মবিশ্বাসী’ এবং মিশিগান ও উইসকনসিনেও তারা ভালো করছেন।
বাইডেন বলেন, ‘এ নির্বাচন জয়ের পথেই আছি আমরা।’
বিপরীতে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা বড় জয় পাচ্ছি। তবে ওরা নির্বাচন চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা কখনই তাদের তা করতে দেব না। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ভোট দেয়া যায় না।’
সূত্র: দ্য গার্ডিয়ান