বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ নভেম্বর, ২০২০ ১১:৫০

ভোটার সুরক্ষায় চালু করা গুরুত্বপূর্ণ একটি হটলাইন নম্বরে অভিযোগ জানিয়েছেন অনেকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভয়-ভীতি দেখানোর ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অভিযোগ গত নির্বাচনের চেয়ে অনেক বেশি।

ভোটার সুরক্ষায় চালু করা গুরুত্বপূর্ণ একটি হটলাইন নম্বরে এসব অভিযোগ জানানো হয়েছে।

এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় ভোট গণনার সময় কাছাকাছি একটি পাইপ ফেটে যাওয়ায় বিলম্ব হতে পারে ফল পেতে। তবে পানিতে ভিজে নষ্ট হয়নি কোনো ব্যালট।

নির্বাচন কর্মকর্তাদের দাবি, নির্বাচন নিয়ে ব্যাপক আশঙ্কা থাকলেও অনেকটাই সাবলীলভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ ও গণনা।

মানবাধিকারবিষয়ক জাতীয় আইনজীবী কমিটির নির্বাহী পরিচালক ক্রিসটেন ক্লার্ক বলেন, ভোটারদের সুরক্ষায় অনেক শক্তিশালী নীতিমালা থাকায় বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবারের নির্বাচন।

তবে ভোটকেন্দ্রের বাইরে সশস্ত্র মহড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে। শারলটে এক ট্রাম্প সমর্থককে আটক করা হয়েছে। অন্যদিকে বাকেরে ভোটারদের হয়রানি করার অভিযোগে আইনজীবী কমিটির হটলাইন নম্বরে ফোন করা হয়েছে।

এ বিষয়ে ক্লার্ক বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। তার দাবি, ব্যাপক পরিমাণে না হলেও ভোটারদের ভয় দেখানোর ঘটনা সাম্প্রতিক অন্যান্য নির্বাচনের চেয়ে বেশি ঘটেছে এবার।

এ বিভাগের আরো খবর