বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাড্ডাহাড্ডি লড়াই

  •    
  • ৪ নভেম্বর, ২০২০ ১১:৩৭

এ পর্যন্ত পাওয়া অর্ধেকের বেশি অঙ্গরাজ্যের ভোটগণনা বলছে, ফলাফল যেকোনো দিকে যেতে পারে। ডাকযোগে পাওয়া ব্যালট গণনার কারণে চূড়ান্ত ফল বিলম্বিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার ডনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ মনে করা হয় যেসব অঙ্গরাজ্যকে, সেগুলোর সবকটিতেই দুই প্রার্থী সমানে সমান লড়েছেন। এসব অঙ্গরাজ্য হলো: ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভেনিয়া।  

প্রাথমিক ফলে জো বাইডেন এগিয়ে থাকলেও এখনও বিপুলসংখ্যক ভোট গণনা বাকি। ফল যেকোনো দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

করোনার মধ্যেও যুক্তরাষ্ট্রে এবার বিপুলসংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। কিছু কিছু অঙ্গরাজ্যে ভোটার উপস্থিতির রেকর্ড হয়েছে।

ফ্লোরিডায় ইলেকটোরাল ভোট ২৯। এখানে ট্রাম্প জয়ী হয়েছেন।

জয় নির্ধারণী অঙ্গরাজ্যগুলোর মধ্যে জো বাইডেন প্রথম যে অঙ্গরাজ্যটি জিতে নেন, তা নিউ হ্যাম্পশায়ার। এখানে ইলেকটোরাল ভোট যদিও মাত্র চারটি।

সবচেয়ে বেশি ৫৫টি ইলেকটোরাল ভোট ক্যালিফোর্নিয়ায়। এখানে জয়ী হয়েছেন বাইডেন। এ ছাড়া ২৯টি ইলেকটোরাল ভোটের নিউ ইয়র্কেও বাইডেনের জয় হয়েছে।

আরও যেসব অঙ্গরাজ্যে তিনি জিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে সেগুলো হলো কলোরাডো ও ভার্জিনিয়া। এগুলো আগে দোদুল্যমান অঙ্গরাজ্য থাকলেও এবার ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ট্রাম্প জিতেছেন কানসাস ও নর্থ ডাকোটাসহ রিপাবলিকান ঘাঁটিগুলোয়। কানসাসে ইলেকটোরাল ভোট ছয়টি এবং ডাকোটায় তিনটি।

যুক্তরাষ্ট্রে এবার ১০ কোটি ২০ লাখ লোক ডাকযোগে তাদের ব্যালট পাঠিয়ে দিয়েছেন। এটি ২০১৬ সালে মোট প্রদত্ত ভোটের ৭৩ শতাংশ।

এই বিপুল পরিমাণ ব্যালট খাম থেকে বের করে, পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোট গণনা করার প্রক্রিয়া ফলাফল ঘোষণাকে অনেক পিছিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। ডাকযোগের পড়া ভোটের বেশিরভাগই ডেমোক্র্যাটদের পকেটে যাবে বলে মনে করা হয়।

সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ফ্লোরিডায়। এ রাজ্যে দুই দল বরাবরই সমানে সমান।

এ বিভাগের আরো খবর