টানা তৃতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রিপাবলিকান পার্টি নেতা আবুল বি খান। সিব্রুক শহরের পাঁচ বারের সিলেক্টম্যানও তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আবুল জয়ের বিষয়টি জানিয়েছেন।
স্ট্যাটাসে নির্বাচনে ভোট দেয়া এবং ভোটের আগে প্রচারণায় সাহায্য করার জন্য তিনি শহরের বাসিন্দাদের ধন্যবাদ জানান। নিজ নিজ বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণার ব্যানার সংরক্ষণ করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
নাগরিকদের পক্ষ থেকে শহরের বিভিন্ন বিষয় হাউজে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন আবুল বি খান। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
মঙ্গলবার সকালে শুরু হয় বহুল আলোচিত এবারের প্রেসিডেন্ট নির্বাচন। করোনা মহামারির কারণে রেকর্ডসংখ্যক পোস্টাল ভোট পড়ে এবার।
ভোটের দিনের আগেই ডাকযোগে ভোট দেন ১০ কোটির বেশি ভোটার। করোনাভাইরাস মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার, গর্ভপাত ও অভিবাসনসহ বেশ কয়েকটি ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন।