ঘরে থাকার আহ্বান জানিয়ে রহস্যজনক মোবাইল ফোন কল করা হয়েছে যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে। বিষয়টি তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)।
‘নিরাপদে থাকুন, ঘরে থাকুন’ আহ্বান জানিয়ে দেশের কয়েক মিলিয়ন নাগরিকের কাছে স্থানীয় সময় মঙ্গলবার এই স্বয়ংক্রিয় ফোন কল বা রোবোকল করা হয়।
আমেরিকার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এখন চলছে ভোট গ্রহণ। ক্ষমতাসীন ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
ভূতুড়ে এই ফোন কলের উৎস সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি। ঘরে থাকার আহ্বান জানিয়ে করা ওই কলে যদিও ভোটের কথা উল্লেখ করা হয়নি।
রোবোকল নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রোবোকিলারের ভাইস-প্রেসিডেন্ট গিউলিয়া পোর্টার রয়টার্সকে জানান, ওই কলের উৎস নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে।
কেননা যাদের ফোন করা হয়, সবাইকে একই ধরনের কথা বলা হয়নি। একজনকে বলা হয়, ‘হ্যালো। এটি কেবল একটি পরীক্ষামূলক কল। এখন সময় ঘরে থাকার। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।’
পোর্টার বলেন, গত এক বছর ধরেই অনেক নাগরিক এই ধরনের ফোন কল পাওয়ার অভিযোগ করেছেন। তবে মঙ্গলবার সবচেয়ে বেশি মানুষের কাছে করা হয় ওই কল।
তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলা অঙ্গরাজ্য মিশিগানের একটি কলের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। ওই কলে ফ্লিন্ট শহরের বাসিন্দাদের বলা হয়, ভোটারদের দীর্ঘ লাইনের কারণে ‘আগামীকাল ভোট দিন’।
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক টুইটবার্তায় বলেন, ‘নিঃসন্দেহ ভোটকে প্রভাবিত করতে উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা কল করা হয়েছে।’
ম্যাসাচুসেটসের ভোটার এবং ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক জানাকা স্টাকি জানান, ভোটের দিন সকালে তাকে ওই ভূতুড়ে কল দেয়া হয়।
প্রথমে ওই রোবোকলটিকে মিউনিসিপ্যালিটির করোনাভাইরাস লকডাউন সংক্রান্ত একটি পরীক্ষমূলক কল মনে করেছিলেন স্টাকি।
এফবিআইয়ের পাশাপাশি বিষয়টি তদন্ত করবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কর্মকর্তারাও।
এফবিআই বলছে, রোবোকলের অভিযোগের বিষয়ে অবগত আছে তারা। তবে এর বেশি কিছুই বলতে চায়নি সংস্থাটি।