যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাধারণত ভোটের রাতেই ফল ঘোষণা হয়ে যায়। এবার সেটা হচ্ছে না। এর কারণ ডাকযোগে জমা পড়া বিপুলসংখ্যক আগাম ভোট।
করোনা মহামারির কারণে এবার প্রায় ১০ কোটি ভোটার ডাকযোগে তাদের ভোট পাঠিয়ে দিয়েছেন। এসব ভোট গণনার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।
নিউ ইয়র্ক টাইমস বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা নির্বাচনের রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুর) শেষ হচ্ছে না। মিশিগান ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তারা বলেছেন, ভোট গণনা শেষ হতে এসব রাজ্যে কয়েক দিন লেগে যেতে পারে।
নিউ ইয়র্ক টাইমস পত্রিকা সবগুলো অঙ্গরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছে, কেবল নয়টি অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলেছেন, তারা নির্বাচনের পরের দিন স্থানীয় সময় বুধবার দুপুরের (বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত) মধ্যে ৯৮ শতাংশ বেসরকারি ফল ঘোষণা করতে পারবেন। বাকিদের ক্ষেত্রে এক থেকে কয়েক দিন লাগতে পারে।
নির্বাচনের রাতে যেসব ফল আসতে শুরু করবে, তাতে একেকবার একেক প্রার্থী এগিয়ে থাকবেন। তার কারণ একেক অঙ্গরাজ্যে ডাকযোগে আসা ভোট একেক সময় গণনা করা হবে। কোনো কোনো অঙ্গরাজ্যে ডাকযোগে আসা ভোট আগে গণনা হবে। সেগুলোতে জো বাইডেন এগিয়ে থাকতে পারেন।
যেসব অঙ্গরাজ্যে সশরীরে দেয়া ভোট আগে গণনা হবে, সেগুলোয় ট্রাম্পের এগিয়ে থাকার সম্ভাবনা। এতে ভোটের রাতে আসা ফলে একেক দলের প্রার্থীকে শক্তিশালী মনে হতে পারে।