যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ রাজ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে। পশ্চিম উপকূলের কিছু রাজ্যে এখনও ভোটগ্রহণ চলছে। যেসব রাজ্যে ভোটগ্রহণ শেষ, সেগুলোতে গণনা চলছে। কয়েকটি অঙ্গরাজ্যে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।
দেশটিতে এ বছর ১০ কোটি মানুষ ডাকযোগে ভোট দিয়েছে। সেগুলোও গণনা চলছে। ডাকে আসা এ সব ভোট গণনার পরই নির্বাচনের পূর্ণাঙ্গ ফল জানা যাবে না।
কয়েকটি রাজ্যের ভোটের প্রাথমিক ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
নির্বাচনের আগে দেশটির জাতীয় জরিপে ৭৭ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও ভোটের মাঠ তাকে সে নিশ্চয়তা দিচ্ছে না। ২০১৬ সালের নির্বাচনের মতোই লড়াইয়ের আভাস দিচ্ছেন ট্রাম্প।
নির্বাচনের প্রাথমিক ফলে ট্রাম্প ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওকলাহামায় এগিয়ে রয়েছেন।
জো বাইডেন ম্যাসাচুসেটস ও নিউ জার্সিসহ বেশ কয়েকটি রাজ্যে জয়ের প্রত্যাশা করছেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডায় ট্রাম্প ও টেক্সাসে বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
১৯৯২ সালে সর্বশেষ জর্জ বুশ সিনিয়র দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ব্যর্থ হন। ট্রাম্প চাইবেন না পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তার নামটি এই তালিকায় আসুক।
যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু রাজ্যে নির্বাচনের রাতের মধ্যে ভোট গণনা শেষ হবে না। এ ছাড়া ডাকভোটের কারণে ফল পেতে বেশ দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।