বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবার চোখ ফ্লোরিডায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ নভেম্বর, ২০২০ ০৮:২১

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অঙ্গরাজ্যটির ৮০ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। এতে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের ব্যবধান সামান্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। এ ভোটে জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডার দিকে তাকিয়ে আছেন ভোটার, সমর্থকসহ বিশ্লেষকরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৯টি ইলেকটোরাল কলেজ থাকা অঙ্গরাজ্যটিতে ৮০ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। এতে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের ব্যবধান সামান্য।

ফ্লোরিডাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে কে জিতবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া, পেনসিলভানিয়া, ওহাইয়ো ও নর্থ ক্যারোলিনা।

করোনাভাইরাস মহামারির মধ্যে চলা এ ভোটের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই প্রার্থীর দীর্ঘ ও তিক্ত প্রচারণা।

এবার ১০ কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। নির্বাচনি বিশ্লেষকরা মনে করছেন, এবার শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়বে যুক্তরাষ্ট্রে।

শুরুর ফলগুলো আশা করা হচ্ছে ডেমোক্র্যাটিক কিংবা রিপাবলিকান পার্টির ঘাঁটিগুলো থেকে।

এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েও লড়াই হবে হাড্ডাহাড্ডি। হোয়াইট হাউজের পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে চাইছে রিপাবলিকানরা। তবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করা হচ্ছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে ট্রাম্পকে অবশ্যই ফ্লোরিডা ও পেনসিলভানিয়ায় জিততে হবে বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত নির্বাচনের ফলে কোনো চমক দেখা যায়নি।

বিবিসির পূর্বাভাস অনুযায়ী, ইন্ডিয়ানা, কেনটাকি, টেনেসি, ওকলাহোমা ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জিতেছেন ট্রাম্প। অন্যদিকে নিজের অঙ্গরাজ্য ডেলাওয়্যারের পাশাপাশি ভারমন্ট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও ওয়াশিংটন ডিসিতে জিততে চলেছেন বাইডেন।

এ বিভাগের আরো খবর